• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

স্যামির ব্যাটে লড়াইয়ের পুঁজি রাজশাহীর

স্পোর্টস ডেস্ক

  ২৯ নভেম্বর ২০১৭, ১৫:৩৩

শুরুটা মোটেও ভালো হয়নি। মাঝপথেও রানের চাকা শ্লথ থেকেছে। তবে শেষদিকে ড্যারেন স্যামির ঝড়ে লড়াইয়ের পুঁজি পেল রাজশাহী কিংস। তার ব্যাটে ভর করে চিটাগাং ভাইকিংসের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৭ রানের সংগ্রহ পেয়েছে পদ্মাপারের দলটি।

অধিনায়ক ড্যারেন স্যামি আরেকবার রাজশাহীর ভরসা হিসেবে আবির্ভূত হলেন। তার ৪০ রানের ইনিংসে ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে ১৫৭ রান তুললো দলটি।

বুধবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রাজশাহী অধিনায়ক স্যামি। তবে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় দলটি। দলীয় ১০ রানে হারান ফর্মে থাকা মুমিনুল হককে। দ্বিতীয় উইকেটে ৩১ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন লুক রাইট ও জাকির হাসান। একপর্যায়ে হাত খুলে খেলতে গিয়ে খেই হারিয়ে ফেলেন জাকির। ব্যক্তিগত ১৭ রানে লুইস রিসের শিকার হয়ে ফেরেন তিনি।

এরপর তৃতীয় উইকেটে মুশফিকুর রহিমকে নিয়ে রানের চাকা সচল রাখার চেষ্টা করেন রাইট। তবে সেই যাত্রায় থেমে যান তিনি নিজেই। স্পিনার সানজামুল ইসলামের শিকার হয়ে ফেরেন দারুণ খেলতে থাকা রাইট। রানের পেতে থাকা মুশফিকও বড় ইনিংস খেলার আভাস দিচ্ছিলেন। তবে যান তিনিও। ব্যক্তিগত ৩১ রান করে স্পিনার নাঈম হাসানের শিকার হয়ে ফেরেন মিস্টার ডিপেন্ডেবল।

এরপরই ভরসার প্রতীক হয়ে আবির্ভূত হন স্যামি। প্রথমে জেমস ফ্রাঙ্কলিনকে নিয়ে ধীরে ধীরে এগুতে থাকেন তিনি। পরে হাত খুলে হাঁকাতে থাকেন বাউন্ডারি। তাকে যোগ্য সহযোদ্ধার সমর্থন দেন ফ্রাঙ্কলিন। পঞ্চম উইকেটে দুজনে গড়েন ৬৯ রানের জুটি। শেষ ওভারে রিসের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে ফেরেন স্যামি। ফেরার আগে করেন ৪০ রান। শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৫৭ রান তুলতে সক্ষম হয় রাজশাহী।

এদিন চিটাগাংয়ের সেরা বোলার রিস। ৩৩ রান খরচায় ৩ উইকেট ঝুলিতে ভরেন তিনি।

ডিএইচ/জেবি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ সময়ের রোমাঞ্চে ফর্টিসকে রুখে দিলো আবাহনী
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
X
Fresh