• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ভবিষ্যতে এ তিনজনের মধ্যেই ব্যালন ডি’অর থাকবে: মেসি

স্পোর্টস ডেস্ক

  ২৯ নভেম্বর ২০১৭, ১৪:৫৪

ফুটবলের সবচেয়ে মর্যাদাকর পুরস্কার ব্যালন ডি’অর। গেলো প্রায় ১ দশক ধরে তা ভাগাভাগি করে নিচ্ছেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। একদিন তো তাদের রাজত্বের অবসান ঘটবে। সেই সময়ে কারা তা বগলদাবা করবেন? মেসি মনে করেন, আগামীতে এ পুরস্কারের জন্য তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে নেইমার, কিলিয়ান এমবাপ্পে ও লুইস সুয়ারেজের মধ্যে! তাদের শোকেস-ই এটি অলঙ্কৃত করবে।

অসাধারণ পারফরম্যান্সের জন্য প্রতিবছর একজন ফুটবলারকে ব্যালন ডি’অরে ভূষিত করে থাকে ফুটবল সংবাদপত্র ‘ফ্রান্স ম্যাগাজিন’। সেই ১৯৫৬ সাল থেকে তা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। মাঝে একবার ফিফা বর্ষসেরার পুরস্কারের সঙ্গে মিলেমিশে ছদ্মবেশ ধারণ করেছিল ‘ফিফা ব্যালন ডি’অর’ নামে। সম্প্রতি ফের তা একক রূপ ধারণ করেছে।

২০০৮ সাল থেকে শুর। এরপর পাঁচবার মেসি ও চারবার রোনালদো ঘরে তুলেছেন ফিফা ব্যালন ডি’অর। গেলো মৌসুমে বীরোচিত পারফরম্যান্সের জন্য আগামী ৮ ডিসেম্বর দেয়া হবে সম্মানজনক পুরস্কারটি। চলতি বছরও তা জয়ের দৌড়ে রয়েছেন তারা। এ প্রেক্ষিতে এবার তা কে জিতবে এবং ভবিষ্যতে কারা এটি বগলদাবা করতে পারে? সম্প্রতি খুদে যাদুকরের কাছে এ সম্পর্কে জানতে চান গণমাধ্যমকর্মীরা।

মেসি বলেন, ‘সাম্প্রতিক সময়ে এটি দু’জনের ঘরেই উঠছে। আমাদের বাড়ির শোকেসগুলোর দিকে লক্ষ্য করলেই তা বুঝতে পারবেন। এ বছরও তেমনটিই ঘটতে পারে, যা কয়েক বছর ধরে প্রথা বা রীতিতে পরিণত হয়েছে।’

এবার ব্যালন ডি’অর জয়ের দৌড়ে নিজেকে রাখলেও ব্যক্তিগত পুরস্কার জয়টাকে খুব বেশি বড় করে দেখছেন না বার্সা সুপারস্টার। তার স্বপ্ন, দলের হয়ে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতা, ‘ব্যালন ডি’অর জেতা অবশ্যই গর্বের। তবে আপাতত আমি তা নিয়ে ভাবছি না। আমার মনোযোগের সব কেন্দ্রবিন্দুতে এখন শুধুই লিগ খেলা। দলের হয়ে দুই লিগ শিরোপাই জিততে চাই।’

ভবিষ্যতে কারা ব্যালন ডি’অর জিততে পারেন? আর্জেন্টাইন যুবরাজ বলেন, ‘বর্তমানে অনেক ফুটবলারই আছেন, যারা ভবিষ্যতে এটি জিততে পারেন। সাম্প্রতিক সময়ে এ পুরস্কার দু’জনের মধ্যে ভাগাভাগি হলেও আগামীতে তা থাকবে না। সামনের সময়ে সেটি ছিনিয়ে নিতে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে নেইমার, কিলিয়ান এমবাপ্পে ও লুইস সুয়ারেজের মধ্যে! তাদের ঘরের শোকেস-ই এটি অলঙ্কৃত করবে!’

ডিএইচ/এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কবে অবসর নেবেন, জানালেন মেসি
কোস্টারিকাকে হারাল মেসিহীন আর্জেন্টিনা
ইসলামিয়া চক্ষু হাসপাতালে চাকরির সুযোগ
মেসির পর এবার দি মারিয়াকে হত্যার হুমকি
X
Fresh