• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রোনালদোর সম্মানে...

স্পোর্টস ডেস্ক

  ২৮ নভেম্বর ২০১৭, ১৭:১১

ক্রিশ্চিয়ানো রোনালদোর মূর্তি নিয়ে কয়েকদিন আগে কম নাটক হয়নি। নিজ দেশের মেদেইরা বিমানবন্দরে বসানো হয়েছিল তার একটি আবক্ষ মূর্তি। তা দেখে চক্ষু চড়কগাছ হয়েছিল খোদ রিয়াল মাদ্রিদ সুপারস্টারেরও। লোক হাসাহাসিও কম হয়নি।

সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এবার রোনালদোর দারুণ মূর্তি তৈরি করে ফেললেন এক স্প্যানিশ ভাস্কর।

হোসে আন্তেনিও নাভারো আর্তেগা বানিয়েছেন এ মূর্তি। সেটি এতটাই মনোমুগ্ধকর হয়েছে যে, তা স্থান করে নিয়েছে রিয়াল মিউজিয়ামে।

নাভারো আর্তেগা বলেন, ‘মূর্তিটি তৈরি করার সময় পর্তুগিজ উইঙ্গারের কয়েকটি ছবি নিয়ে বসেছিলাম। তবে ফ্রি-কিক নেয়ার সময় তার প্রস্তুতি মুহূর্তটিই আমি বেছে নিয়েছি।’

তিনি বলেন, ‘মূর্তিটির মাধ্যমে আমি সিআরসেভেনের অভ্যন্তরের শক্তিই বোঝাতে চেয়েছি।’

মেদেইরার ওই মূর্তিটি এখনো রোনালদো ভক্তদের মনে এঁকে আছে। তবে তা ভালোভাবে নয়, খারাপভাবে। প্রতিনিয়ত তা পীড়া দিচ্ছে তাদের।

তবে ভুল থেকে যে মানুষ শিক্ষা নিতে পারে মাদ্রিদ ভাস্কর তাই প্রমাণ করলেন। মূর্তিটি সোশ্যাল মিডিয়ায় বেশ ইতিবাচক আলোচনা সৃষ্টি করেছে।

মেদেইরা বিমানবন্দরে ক্রিশ্চিয়ানো রোনালদোর মূর্তি

এতে বোঝা যাচ্ছে, পর্তুগিজ তারকার ভক্তদের মনে মূর্তিটি বেশ ভালোভাবেই জায়গা করে নিয়েছে।

ওয়াই/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোনালদোর পাওনা ১১৩ কোটি টাকা দিতে জুভেন্টাসকে নির্দেশ
এবার জোড়া দুঃসংবাদ পেলেন রোনালদো
রোনালদোর লাল কার্ড, সেমি থেকে বিদায় আল-নাসরের
রোনালদোর হ্যাটট্রিকে নাসরের আরেকটি গোল উৎসব
X
Fresh