• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাবর-সাব্বিরের ব্যাটে লড়াইয়ের পুঁজি সিলেটের

স্পোর্টস ডেস্ক

  ২৮ নভেম্বর ২০১৭, ১৫:০৭

শুরুতেই বিপর্যয়ে পড়েছিল সিলেট সিক্সার্স। এতে মনে হচ্ছিল, খুব বেশি দূর এগুতে পারবে না দলটি। তবে বাবর আজম ও সাব্বির রহমানের ব্যাটে সব শঙ্কা উড়ে গেছে। দুজনের ব্যাটে ভর করে লড়াইয়ের পুঁজি পেয়েছে সিলেট। বাবরে ৫৪ ও সাব্বিরের ৪৪ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৩ রান করেছে নাসির বাহিনী।

মঙ্গলবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং নেন রংপুর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় সিলেট। ৫৩ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে দলটি।

পরে সিলেটের হাল ধরেন পাকিস্তানি রিক্রুট বাবর আজম ও বাংলাদেশ হার্ডহিটার সাব্বির রহমান। দুজনে ৭৪ রানের জুটি গড়ে ধাক্কা সামাল দেন। বাবর করেন ৩৭ বলে ১ ছক্কা ও ৪ চারে ৫৪ রান। আর সাব্বির করেন ৩৭ বলে ৫ চারে ৪৪ রান।

শেষ দিকে রস হুইটলি ও টিম ব্রেসন্যানের ঝড়ো ক্যামিওতে ৫ উইকেটে ১৭৩ রান করে সিলেট। হুইটলি করেন ১১ বলে ১ ছক্কা ও ১ চারে ১৭ রান। আর ব্রেসন্যান করেন ৫ বলে ১ ছক্কা ও ২ চারে ১৬ রান।