• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নেইমার আতঙ্কে বার্সা!

স্পোর্টস ডেস্ক

  ২৮ নভেম্বর ২০১৭, ১৪:৩৫

গেলো গ্রীষ্মে দলবদল মৌসুমে ট্রান্সফার ফি’র বিশ্বরেকর্ড গড়ে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যান নেইমার। এরই মধ্যে প্যারিসের প্রিন্স হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তবু গুঞ্জন চাউর হয়েছে, সেখানে ভালো নেই ব্রাজিল ফরোয়ার্ড। ত্যক্তবিরক্ত হয়ে ক্লাব ছাড়তে যাচ্ছেন তিনি। তার পরবর্তী গন্তব্যস্থল রিয়াল মাদ্রিদ। এমন খবরে আতঙ্কে ভুগছেন চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার খেলোয়াড়েরা।

স্প্যানিশ নিউজ আউটলেট ডন ব্যালনের দাবি, ‘রোনালদোকে দলে ভেড়ানোর পরিকল্পনা করছে রিয়াল। ফর্ম ফিরে পেতে সংগ্রাম চালিয়ে যাওয়া ক্রিশ্চিয়ানো রোনালদোর জায়গায় তাকে দলে টানার চেষ্টা করছে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি।’

এতে যারপরনায় ভয় পাচ্ছেন বার্সার খেলোয়াড়েরা। তাদের ভয় পাওয়ার কারণও নিছকই অবান্তর নয়। মেসি-ইনিয়েস্তা-সুয়ারেজদের মতে, ‘নেইমার যোগ দিলে রিয়ালের শক্তি বেড়ে যাবে বহুগুণ। সঙ্গত কারণে, লা লিগা শিরোপা ঘরে তোলা তাদের জন্য কষ্টসাধ্য হয়ে পড়বে। চ্যাম্পিয়নস লিগে প্রতিদ্বন্দ্বিতা করাও কঠিন হয়ে যাবে।’

নেইমারে রিয়ালের চোখ দীর্ঘদিনের। ২০১২ সালেই তাকে ভেড়াতে দেনদরবার চালিয়েছিল লস ব্লাঙ্কোজরা। তবে সেই যাত্রায় ব্যর্থ হয় তারা। কিন্তু এবার বোধ হয় ব্রাজিল ফরোয়ার্ডকে ডেরায় ভিড়িয়েই ছাড়ছে ক্লাবটি। জানুয়ারিতে শুরু হবে শীতকালীন দলবদল মৌসুম। এসময়ে ফুটবল সেনসেশনকে টানতে মরিয়া মাদ্রিদ ভিত্তিক দলটি।

সাম্প্রতিক সময়ে দলের প্রাণভোমরা রোনালদোর সময়টাও ভালো যাচ্ছে না। লা লিগায় করেছেন মাত্র ২ গোল। তার পড়তি ফর্মও রিয়ালে নেইমারের যোগদানের গুঞ্জনে রসদ যোগাচ্ছে।

ডিএইচ/এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জরিমানা থেকে বাঁচলেন নেইমার
নেইমারকে গ্যালারিতে বসিয়ে আল-হিলালের ট্রফি উদযাপন
নেইমারের হরেক রকম শখ পূরণের দায় ক্লাবের কাঁধে!
বিস্ময়–বালক এনদ্রিকের গোলে ইংল্যান্ডকে হারাল ব্রাজিল
X
Fresh