• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

টস জিতে ফিল্ডিংয়ে রংপুর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ নভেম্বর ২০১৭, ১৮:০২

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রংপুর রাইডার্স। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। খেলাটি সরাসরি দেখাচ্ছে গাজী টিভি ও মাছরাঙা টেলিভিশন।

এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে টেবিলে সবার নিচে রয়েছে চিটাগাং। সমান ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে রংপুর।

দুই দল এ নিয়ে দ্বিতীয়বার মুখোমুখি হচ্ছে বিপিএলে। প্রথম ম্যাচে জয় পেয়েছিল চিটাগাং। আজ তাদেরই ঘরের মাঠে রংপুর প্রতিশোধ নিতে পারে কি না সেটাই দেখার।

শেষ চার এগিয়ে আসছে। অথচ দুটি দলই নিচের দিকে। এই অবস্থায় মাশরাফি বিন মুর্তজার রংপুর কিংবা ঘরের দল চিটাগাংয়ের হারার কোনো উপায় নেই। কিন্তু হারতে তো হবেই এক দলকে!

আগের ম্যাচে শাহরিয়ার নাফীসকে বাদ দিয়ে রংপুর বুঝেছে মিডলঅর্ডারের ভারসাম্য নষ্ট হওয়ার বিষয়টি। ফজল মাহমুদের জায়গায় একাদশে ফিরেছেন নাফীস। ওদিকে চিটাগাং ব্যাটিং শক্তি আরো বাড়াতে শুভাশিষ রায়কে বাদ দিয়ে দলে ঢুকিয়েছে আল আমিনকে। নিয়মিত অধিনায়ক মিসবাহ উল হক দলেই জায়গা হারিয়েছেন। আগের ম্যাচের মতো এটিতেও অধিনায়ক লুক রনকি।

চিটাগাং ভাইকিংস: লুক রনকি (অধিনায়ক), সৌম্য সরকার, এনামুল হক বিজয়, নাজিবুল্লাহ জাদরান, সিকান্দার রাজা, স্টিয়ান ভ্যান জিল, আল আমিন, লুইস রিস, তানবীর হায়দার, সানজামুল ইসলাম ও তাসকিন আহমেদ।

রংপুর রাইডার্স: ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, মোহাম্মদ মিঠুন, শাহরিয়ার নাফীস, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রবি বোপারা, থিসারা পেরেরা, নাহিদুল ইসলাম, লাসিথ মালিঙ্গা, সোহাগ গাজী ও রুবেল হোসেন।

এএ/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ সময়ের রোমাঞ্চে ফর্টিসকে রুখে দিলো আবাহনী
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
X
Fresh