• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

কুমিল্লার বিপক্ষেই ফিরছেন মুস্তাফিজ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ নভেম্বর ২০১৭, ০৯:৩০

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের চট্টগ্রাম পর্ব শুরু হয়েছে। ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টের ২৮তম ম্যাচে আজ শনিবার মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ানস ও রাজশাহী কিংস।

এ ম্যাচ দিয়ে মাঠে ফিরছেন রাজশাহীর হয়ে খেলা জাতীয় দলের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন নিজের ফেসবুকে পেজে।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম দুপুর ১টায় শুরু হবে ম্যাচটি।

ছয় ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তামিম ইকবালের কুমিল্লা। পাঁচটি ম্যাচে জয় পেয়েছে তারা। এ ম্যাচে জয় পেয়ে শীর্ষ স্থান দখল করতে মরিয়া দলটি।

দলের হয়ে নয় ম্যাচে সবচেয়ে বেশি রান করেছেন মারলন স্যামুয়েলস। নয় ম্যাচে ৩৩৪ রান করেছেন ওয়েস্ট ইন্ডিজ তারকা। অন্যদিকে এক ম্যাচ বেশি খেলে ৩২৮ রান করেছেন ইমরুল কায়েস।

দশ ম্যাচে ১৩ উইকেট নিয়ে দলের সবার উপরে রয়েছেন আফগান স্পিন জাদুকর রশীদ খান। সমান সংখ্যক ম্যাচ খেলে ১২টি উইকেট নিয়েছেন তরুণ অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

এদিকে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে মুশফিকুর রহিমের রাজশাহী। সাত ম্যাচে মাত্র দুটিতেই জয় পেয়েছে দলটি। পাঁচটিতেই হারতে হয়েছে তাদের। ম্যাচটি জিতে টুর্নামেন্ট টিকে থাকাই তাদের মূল লক্ষ্য।

এবারের আসরে প্রাথমিক ভাবে বরিশালে বুলসের আইকন হিসেবে নিজের নাম লিখান কাটার মাস্টার মুস্তাফিজ। শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিপিএল থেকে বাদ পড়ে দলটি। প্লেয়ার ড্রাফটের মাধ্যমে রাজশাহী দলে নেয়া হয় টাইগার তারকাকে।

যদিও বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরে ইনজুরিতে পড়েন তিনি। এতে সিরিজের মাঝপথেই দেশে ফেরতে হয় তাকে। এতে বিপিএলে প্রথম দুই পর্ব থেকেও ছিটকে যান তিনি।

গেলো আসরের রানার্সআপদের হয়ে এ আসরে সেরা ব্যাটিং পারফরম্যান্স দেখিয়েছেন ওপেনার মুমিনুল হক। ১০ ম্যাচে ১৯৪ রান তার। বোলারদের মধ্যে শীর্ষে আছেন ক্যারিবিয়ান পেসার কেসরিক উইলিয়ামস। আট ম্যাচে ১২ উইকেট দখল করেছেন তিনি।

চলতি আসরের একবার মুখোমুখি হয়েছিল দল দুটি। সে ম্যাচে রাজশাহীকে নয় উইকেটের বিশাল ব্যবধানে হারায় কুমিল্লা।

কুমিল্লা ভিক্টোরিয়ানস

দেশি: তামিম ইকবাল (আইকন), ইমরুল কায়েস, লিটন দাস, মোহাম্মদ সাইফুদ্দিন, আল আমিন জুনিয়র, আরাফাত সানি, অলক কাপালি, মেহেদী হাসান, মেহেদী হাসান রানা, এনামুল হক ও রকিবুল হাসান।

বিদেশি: মারলন স্যামুয়েলস, ড্যারেন ব্রাভো, জস বাটলার, হাসান আলি, ফাহিম আশরাফ, ইমরান খান জুনিয়র, শোয়েব মালিক, মোহাম্মদ নবী, রশিদ খান, সলোমান মায়ার ও রুম্মন রইস।

রাজশাহী কিংস

দেশি: মুশফিকুর রহিম (আইকন), মুমিনুল হক, ফরহাদ রেজা, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, জাকির হোসেন, নিহাদ-উজ-জামান, রনি তালুকদার, হোসেন আলি, নাঈম ইসলাম জুনিয়র ও কাজী অনিক।

বিদেশি: লুক রাইট, কেসরিক উইলিয়ামস, লেন্ডল সিমন্স, ড্যারেন স্যামি, মালকম ওয়ালার, সামিত প্যাটেল, মোহাম্মদ সামি, জেমস ফ্রাঙ্কলিন, উসামা মির ও রাজা আলী দার।

ওয়াই/এ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ সময়ের রোমাঞ্চে ফর্টিসকে রুখে দিলো আবাহনী
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
X
Fresh