• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বিশ্বকাপে খেলার সম্ভাবনা জেগেছে ইতালি-চিলির

স্পোর্টস ডেস্ক

  ২৪ নভেম্বর ২০১৭, ১৩:০৯

কপাল পুড়ছে পেরুর। সম্প্রতি দেশটির সংসদে একটি বিল উত্থাপিত হয়েছে। এটি পাস হলে স্বায়ত্ত্বশাসন হারাবে পেরু ফুটবল ফেডারেশন। এমনটি হলে রাশিয়া বিশ্বকাপে খেলার যোগ্যতা হারাবে দলটি। এতে ভাগ্য খুলে যেতে পারে ইতালি বা চিলির। আগামী বিশ্বকাপে খেলার টিকিট পেয়ে যেতে পারে যেকোনো এক দল!

অদ্ভূত নিয়মের বেড়াজালে শেষ পর্যন্ত বিশ্বকাপে খেলা নাও হতে পারে পেরুর। প্রথানুযায়ী, দেশটির জাতীয় বীরেরা বিমানে ভ্রমণ করতে পারবেন না। অথচ এরই মধ্যে নাকি সেই নিয়ম লঙ্ঘন করেছে পেরু ফুটবল ফেডারেশন।

এর প্রতিবাদ জানিয়ে সম্প্রতি সংসদে একটি বিল উত্থাপন করেছেন সাংসদ পালোমা নোসেদা। সংবাদমাধ্যম লিবারো জানিয়েছে, এ বিল পাস হলে স্বায়ত্বশাসন হারাবে পেরু ফুটবল ফেডারেশন। এমনটি হলে আগামী বিশ্বকাপে পেরুভিয়ানদের নাও খেলা হতে পারে! কারণ, সরকার কর্তৃক নিষিদ্ধ ফুটবল ফেডারেশন পরিচালিত কোনো দল ফিফা আয়োজিত টুর্নামেন্টে অংশ নিতে পারবে না।

প্রচলিত নিয়মানুযায়ী, ফুটবলের সবচেয়ে বড় মহাযজ্ঞে ৩২ দল অংশ নিয়ে থাকে। স্বাভাবিকভাবেই পেরু ছিটকে গেলে সেই স্থানে অন্তর্ভুক্ত হওয়ার প্রবল সম্ভাবনা জেগেছে ইতালি বা চিলির।