• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আজ মুখোমুখি রংপুর-খুলনা ও সিলেট-চিটাগাং

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ নভেম্বর ২০১৭, ১০:১৩

সিলেটে-ঢাকা মাতিয়ে এবার বন্দর নগরী চট্টগ্রামে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর। আজ শুক্রবার থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বিপিএল তৃতীয় পর্ব।

দিনের প্রথম ম্যাচে দুপুর ২টায় খুলনা টাইটানসের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টায় ঘরের দল চিটাগাং ভাইকিংস খেলবে সিলেট সিক্সার্সের বিপক্ষে। ২৯ নভেম্বর পর্যন্ত খেলা চলবে চট্টগ্রামের মাটিতে।

দুই পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তামিম ইকবালের দল কুমিল্লা ভিক্টোরিয়ানস। ৬ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ১০। দুইয়ে আছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। ৮ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৯। তিন নম্বর জায়গায় দরয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটানস। ৭ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৯। চারে আছে নাসির হোসেনের সিলেট সিক্সার্স। তাদের রয়েছে ৭ পয়েন্ট। পাঁচ, ছয় এবং সাতে যথাক্রমে রংপুর রাইডার্স (৬ ম্যাচে ৬ পয়েন্ট), রাজশাহী কিংস (ম্যাচে পয়েন্ট ৪), চিটাগাং ভাইকিংস (৬ ম্যাচে ৩ পয়েন্ট)।

শুরুতে কিছু ম্যাচ হেরে বিপদেই ছিল রংপুর। তবে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে শেষ দুই ম্যাচ জেতায় দলটির সামনে রয়েছে শীর্ষ চারে যাওয়ার সুযোগ। ৬ ম্যাচে সমান ৩টি করে জয় ও হারে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট।