• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আমি সৌভাগ্যবান: তামিম

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ নভেম্বর ২০১৭, ২১:৪৭

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় পর্ব শুরু হবে ২৪ নভেম্বর। এ পর্ব গড়াবে চট্টগ্রামে। বন্দরনগরীর লোকাল ছেলে তামিম ইকবাল। এবার তিনি খেলছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে। বিপিএলের দুই পর্বে মুখোমুখি হয়ে গেছে চিটাগাং ভাইকিংস-কুমিল্লা। তাই নিজ শহরে চট্টলার দলটির মুখোমুখি হতে হচ্ছে না তার দলকে। এ ভেবে দারুণ রোমাঞ্চিত ড্যাশিং ওপেনার।

তামিম বলেন, ‘আমি সৌভাগ্যবান যে, চিটাগাং ভাইকিংসের বিপক্ষে আমাকে খেলতে হবে না। তবে আমি আশাবাদী, যে দলের হয়ে খেলি না কেন; এখানকার দর্শকরা আমাকে সমর্থন করবেন। সর্বোপরি, খুশির ব্যাপার হচ্ছে যে, সারাদেশ থেকে ক্রিকেটপ্রেমীরা খেলা দেখতে এখানে ভিড় জমিয়েছেন।’

বিপিএলের পঞ্চম আসরে দারুণ করছে কুমিল্লা। এর ভক্ত-সমর্থকরা শিরোপার স্বপ্ন দেখতেই পারেন। তামিম বলেন, ‘সব দলই শিরোপার স্বপ্ন দেখে। আমরাও দেখছি। তবে তা জিততে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। এখনই তা নিয়ে ভাবতে চাই না। আগে আমাদের শীর্ষ চারে খেলা নিশ্চিত করতে হবে। তারপর টার্গেট হবে ফাইনাল। ফাইনালের টিকিট কাটতে পারলেই শিরোপা নিয়ে ভাবা যাবে।’

পয়েন্ট টেবিলে সবার ওপরে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সামনে ম্যাচগুলো নিয়ে তো নির্ভার থাকতে পারেন, তাই নয় কী? কুমিল্লা অধিনায়ক বলেন, ‘টানা পাঁচ জিতে টেবিলের শীর্ষে উঠেছি। এর মানে এ নয় যে, সব জয় করে ফেলেছি। এখনো বহু পথ বাকি। সামনে যেকোনো কিছু ঘটতে পারে। অতএব, নির্ভার হওয়ার কোনো উপায় নেই।’

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিজের পায়ে কি নিজেই কুড়াল মারলেন তামিম ইকবাল?
তামিমদের বিধ্বস্ত করে সুপার লিগে উড়ন্ত শুরু আবাহনীর
তামিমের ভুল ধরিয়ে দেওয়ার যোগ্যতা আছে কি কোচদের?
দলে ফেরা প্রসঙ্গে শান্তকে যা বলেছেন তামিম
X
Fresh