• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

শচীনের রেকর্ড ভেঙে ১২০ সেঞ্চুরি হাঁকাবে কোহলি: শোয়েব

স্পোর্টস ডেস্ক

  ২৩ নভেম্বর ২০১৭, ১৯:২৩

একটা সময় ভাবা হতো, শচীন টেন্ডুলকারের ১০০ সেঞ্চুরির রেকর্ড কেউ ভাঙতে পারবেন না। তবে বিরাট কোহলির আবির্ভাব সেই ভাবনায় জল ঢেলেছে। এখন অনেকে ভাবতে বাধ্য হচ্ছেন, লিটল মাস্টারের হান্ড্রেড সেঞ্চুরির রেকর্ড ভেঙে ফেলবেন বর্তমান ভারতীয় অধিনায়ক। তাকে নিয়ে পাকিস্তান স্পিডস্টার শোয়েব আখতারের ভাবনা তো আরো একধাপ এগিয়ে। তার মতে, ‘বিরাট টেন্ডুলকারের রেকর্ড তো ভাঙবে-ই; তাকে ছাড়িয়েও যাবে। চলে যাবে ধরাছোঁয়ার বাইরে। হাঁকাবে ১২০ সেঞ্চুরি।’

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ১১৯ বলে ১০৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন কোহলি। হার না মানা ইনিংসটি তিনি সাজান ১২ চার ও ২ ছক্কায়। এ নিয়ে টেস্টে তার সেঞ্চুরির সংখ্যা দাঁড়াল ১৮টি। ওয়ানডেতে আছে ৩২টি। সব মিলিয়ে হলো ৫০টি।

এমন প্রেক্ষিতে শোয়েব বলেন, ‘এখন যেভাবে খেলে যাচ্ছে, সেই ধারাবাহিকতা থাকলে ১২০ সেঞ্চুরি করবে কোহলি। এ নিয়ে আমি মোটেও সন্দিহান নই।’

ক্রিকেটারদের ক্যারিয়ার নির্ভর করে ফিটনেসের ওপর। যে যতদিন ফিট থাকতে পারেন, তার ক্যারিয়ার তত লম্বা হয়। এক্ষেত্রে অনেক এগিয়ে রয়েছেন ভারতীয় অধিনায়ক। তার ফিটনেসই এমন স্বপ্ন দেখাচ্ছে শোয়েবকে।

খালিজ টাইমসকে দেয়া সাক্ষাৎকারে সর্বকালের দ্রুতগতির বোলার বলেন, ‘মিসবাহ-উল-হক খেলেছেন ৪৩ বছর পর্যন্ত। আমি নিশ্চিত কোহলির যে ফিটনেস, ফিট থাকতে ও যা করে-তাতে ৪৪ বছর পর্যন্ত খেলতে পারবে। এখন তার বয়স মাত্র ২৯ বছর। যেভাবে সেঞ্চুরি হাঁকাচ্ছে তাতে টেন্ডুলকারের সেঞ্চুরির রেকর্ড ভাঙা তার পক্ষে অসম্ভব নয়। আমার তো মনে হয়, সে ১২০ সেঞ্চুরি করবে।’

অনেকেই কোহলিকে টেন্ডুলকারের সঙ্গে তুলনা করেন। কেউ কেউ তো ক্রিকেট ঈশ্বরের চেয়েও তাকে এগিয়ে রাখছেন। একে নিছকই আলোচনার খোরাক বলে মনে করেন পাকিস্তানের সাবেক গতিতারকা। এ বিতর্কে মোটেও যেতে চান না তিনি, ‘শচীন সর্বকালের সেরা ক্রিকেটার। আর কোহলি এ যুগের। কোনো সন্দেহ নেই ও অনেক উঁচুমানের ক্রিকেটার। তবে তার সঙ্গে ক্রিকেট দেবতার তুলনা বাড়াবাড়ি ছাড়া কিছু নয়।’

সর্বোপরি, এ প্রজন্মের সেরা ক্রিকেটারের সঙ্গে খেলতে না পারার আক্ষেপটা থেকে যাচ্ছে শোয়েবের, ‘কোহলির সঙ্গে খেলতে পারাটা দারুণ হতো। তবে তা হয়ে উঠেনি। আমার যখন ক্যারিয়ার অন্তিম লগ্নে, তখন ওর শুরু। শ্রীলঙ্কায় কেবল এক বল মোকাবেলা করেছিল সে।’

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কলকাতাকে হারাতে জার্সি বদল কোহলিদের
বিশ্বকাপে ওপেনিংয়ে রোহিতের সঙ্গী কোহলি!
অনিশ্চয়তায় কোহলিদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ!
বাটলারে ম্লান কোহলির সেঞ্চুরি, রাজস্থানের চারে চার
X
Fresh