• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিপিএল

দ্বিতীয় পর্ব শেষেও রান সংগ্রহে বিদেশিদের দাপট

স্পোর্টস ডেস্ক

  ২২ নভেম্বর ২০১৭, ১৪:২৪

শেষটা রাঙিয়ে শেষ হয়েছে বিপিএলের ঢাকা পর্ব। এ পর্বের শেষ ম্যাচে চরম নাটকীয়তায় সাকিবের ঢাকা ডায়নামাইটসকে হারিয়েছে বস মাশরাফির রংপুর রাইডার্স। এখন চলছে দুই দিনের বিরতি। আগামী ২৪ নভেম্বর চট্টগ্রামে গড়াবে তৃতীয় পর্ব। প্রথম পর্ব হয় সিলেটে।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের মতো মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেও রান তোলায় দাপট দেখিয়েছেন বিদেশিরা। এখন পর্যন্ত সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় শীর্ষ পাঁচের তিনজনই বিদেশি, দু’জন বাংলাদেশি।

এবারের বিপিএলের দ্বিতীয় পর্ব শেষে রান সংগ্রাহকের তালিকায় সবার ওপরে রয়েছেন ঢাকা ডায়নামাইটসের এভিন লুইস। ৭ ম্যাচে ২ হাফসেঞ্চুরিতে ক্যারিবিয়ান হার্ডহিটার করেছেন ২৩৯ রান। সর্বোচ্চ রানের ইনিংস ৬৬। দ্বিতীয় স্থানে আছেন রংপুর রাইডার্সের অলরাউন্ডার রবি বোপারা। ৬ ম্যাচে ইংলিশ তারকার সংগ্রহ ২১৯। সর্বোচ্চ রানের ইনিংস অপরাজিত ৫৪।

প্রথম পর্ব শেষে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে ছিলেন সিলেট সিক্সার্সের উপুল থারাঙ্গা। তবে ঢাকা পর্বে খুব একটা সুবিধা করে উঠতে পারেননি তিনি। এতে দ্বিতীয় পর্ব শেষে এ তালিকার তৃতীয় স্থানে নেমে গেছেন লঙ্কান ব্যাটসম্যান। ৬ ম্যাচে তার ঝুলিতে রয়েছে ২০৭ রান। সর্বোচ্চ রানের ইনিংস ৬৮*।