• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

লড়াইটা হবে দুই আর্জেন্টাইন মেসি-দিবালার

স্পোর্টস ডেস্ক

  ২২ নভেম্বর ২০১৭, ১৩:২১

চ্যাম্পিয়নস লিগে ‘ডি’ গ্রুপের ম্যাচে রাতে মুখোমুখি হবে বার্সেলোনা-জুভেন্টাস। এ ম্যাচে যারা জিতবে তারাই উঠে যাবে নকআউট পর্বে। এমন ম্যাচের আগে বরাবরের মতো এবারো আলোচনার ঝড় তুলেছে লিওনেল মেসি ও পাওলো দিবালার দ্বৈরথ। কে জিতবেন, বার্সা না জুভ প্রাণভোমরা? এক্ষেত্রে ফুটবল বিশ্লেষকরা এগিয়ে রাখছেন মেসিকে।

তাদের মতে, খুদে জাদুকরের সঙ্গে তুলনায় অতিরিক্ত চাপে নুইয়ে পড়বেন দিবালা। তবে জুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির কণ্ঠে বেজে উঠল ভিন্ন সুর। তিনি বললেন, ‘মেসির সঙ্গে তুলনায় মোটেও চাপ অনুভব করে না দিবালা। এতে সে বিন্দুমাত্র বিরক্ত নয়।’

সময়টা খুব ভালো যাচ্ছে না দিবালার। সাম্প্রতিক সময়ে গোলখরায় ভুগছেন তিনি। তবে তা আমলেই নিচ্ছেন না অ্যালেগ্রি, ‘দুর্দান্তভাবে মৌসুম শুরু করেছিল ও। সমাপ্রতিক সময়ে গোলখরায় ভুগছে। তবে ‍তা সাময়িক। এটি ভালো খেলোয়াড়দের বৈশিষ্ট্য। প্রত্যেক তুখোড় খেলোয়াড়ের ক্যারিয়ারে এরকম সময় আসে-যায়। সে বয়সে তরুণ। শিগগির তা কাটিয়ে উঠবে। আজ রাতেই নিজেকে দেখিয়ে দেবে। নতুন করে শুরু করবে।’

বার্সা-জুভেন্টাস মুখোমুখি হলেই সামনে চলে আসছেন মেসি-দিবালা। ফুটবল অনুরাগীরা মেতে উঠছেন দুই আর্জেন্টাইনকে নিয়ে চুলচেরা বিশ্লেষণে। সাম্প্রতিক সময়ে এ যেন রীতিতে পরিণত হয়ে গেছে। তবে তুরিনের বুড়িদের কোচ বলছেন, ‘দু’জনই বাঁ পায়ের জাদুকর। তবে তাদের খেলার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। তারা দুই মেরুর ফুটবলার। তাদের শারীরিক কাঠামোও ভিন্ন।’

দারুণ ছন্দে আছে বার্সেলোনা। ১৪ ম্যাচে একটিতেও হারের স্বাদ পাননি কাতালানরা। অন্যদিকে, ফর্ম হারিয়ে নিজেদের খুঁজছে জুভেন্টাস। জয়ের দিক দিয়ে আরনেস্টো ভালভার্দের দলকেই এগিয়ে রাখছেন ফুটবল বোদ্ধারা। কিন্তু আশাহত নন অ্যালেগ্রি। রীতিমতো প্রতিপক্ষ দলকে হুমকি দিয়ে রাখলেন তিনি, ‘ওরা ফর্মে আছে এটা ঠিক। তবে ম্যাচটি জেতা সহজ হবে না। দিবালাই ম্যাচের পার্থক্য গড়ে দেবে।’

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জোড়া গোল ও অ্যাসিস্টে মায়ামিকে জেতালেন মেসি
মেসির আগমন নিয়ে যা বললেন পাপন
পাঁচ গোল করে ভাইরাল মেসি পুত্র
মেসির ঝলকে মায়ামির জয়
X
Fresh