• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চ্যাম্পিয়নস লিগে রাতে নামছে বড় দলগুলো

স্পোর্টস ডেস্ক

  ২১ নভেম্বর ২০১৭, ২২:৪৭

উয়েফা চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে রাতে মাঠে নামছে ক্লাবের বড় দলগুলো। গ্রুপ পর্বের ফিরতি লেগে অ্যাপোয়েল নিকোশিয়ার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। গ্রুপ ‘এফের’ ম্যাচে ম্যানসিটি'র বিপক্ষে মাঠে নামবে ফেইনুর্দ। আরেক ইংলিশ ক্লাব লিভারপুল আতিথেয়তা নেবে সেভিয়ার। বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে টটেনহাম। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে দু’টায়।

সময়টা মোটেই ভালো যাচ্ছে না স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। চ্যাম্পিয়নস লিগ, লা লিগা কোথাও ভালো নেই লস ব্লাংকোস। টটেনহ্যাম, অ্যাথলেটিকো শক্ত অপনেন্টের সামনে ভড়কে যাচ্ছে জিদান শিষ্যরা। এক নেই ফর্ম, তার ওপর ইনজুরি তো আছেই। মাদ্রিদ ডার্বিতে নাকে ব্যথা পেয়েছেন সার্জিও রামোস। থাকছেন না অপোয়েল নিকোশিয়ার বিপক্ষে। একই দশা গ্যারেথ বেলের।

চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬ এখনো নিশ্চিত নয় রিয়াল মাদ্রিদের। তবে সেটা খুব বেশি কঠিনও হওয়ার কথা না। চার ম্যাচে গ্যালাকটিকোরা তুলেছে সাত পয়েন্ট। নিকোশিয়ার বিপক্ষে এওয়ে ম্যাচে তাই জয় পেলেই এগিয়ে যাবে রিয়াল।

তবে রিয়ালের জন্য স্বত্বির কারণ, লিগে গোলখরায় থাকলেও চ্যাম্পিয়নস লিগে একের পর এক রেকর্ড গড়েই যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এ পর্যন্ত চার ম্যাচে ছয় গোল পর্তুগিজ তারকার। অ্যাপোয়েলের বিপক্ষে একটি গোল করলেই, এক বছরে নিজের সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ড টপকে যাবেন সিআর সেভেন।