• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

খুব কাছেই সেঞ্চুরি!

আরটিভি অনলাইন খেলাধুলা রিপোর্ট

  ২৬ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৫১

ক্রিকেটে ব্যাটসম্যানদের জন্য একটি প্রাপ্তি হচ্ছে সেঞ্চুরি, ব্যাট হাতে তারা পিচে নামেন রানের বন্যা বইয়ে দিতে। আর তখন যদি দেখা মেলে সেঞ্চুরির, তবে তো কথায় নেই। এবার অধিনায়ক মাশরাফির নেতৃত্বে অনন্য এক দলীয় সেঞ্চুরির দুয়ারে টিম টাইগার্স।

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশের পথচলা শুরু হয় সেই ১৯৮৬ সালে। দিনটি ছিল ৩১ মার্চ, প্রতিপক্ষ পাকিস্তান। তবে জয়ের দেখা পেতে অপেক্ষা করতে হয়েছে ১২ বছরের বেশি সময়। ভারতের হায়দরাবাদে ১৯৯৮ সালের ১৭ মে কেনিয়াকে ৬ উইকেটে হারিয়ে প্রথম ওয়ানডে ম্যাচ জয়ের স্বাদ পায় বাংলাদেশ। সেই জয়ের নায়ক মোহাম্মদ রফিক।

আসছে বুধবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতলে ওয়ানডে ক্রিকেটে জয়ের সেঞ্চুরি করবে বাংলাদেশ। রোববার বাংলাদেশ-আফগানিস্তান সিরিজে প্রথম ম্যাচ জিতে দলের ৯৯তম জয়ের দেখা পায় টিম বাংলাদেশ। রোববার পর্যন্ত বাংলাদেশ ওয়ানডে ম্যাচ খেলেছে ৩১৩টি।

ডিএইচ/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh