• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

গেইলের পর সাকিবের ভেল্কি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ নভেম্বর ২০১৭, ২০:০২

ব্যাট হাতে ক্যারিবীয় তাণ্ডবের পর ঢাকার হয়ে স্পিন ঘূর্ণি দেখালেন অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২৪তম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ক্রিস গেইলের ব্যাটে ভর করে ১৪২ রান সংগ্রহ করেছে মাশরাফির রংপুর। ইনিংস শেষে ম্যাচের আলো কেড়ে নেন সাকিব নিজের দিকে।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই হয় রংপুরের। গেইল আর ব্রেন্ডন ম্যাককালামের স্বপ্নের ওপেনিং জুটির শুরু খারাপ ছিল না। গেইল একাই বলতে গেলে এগিয়ে নিয়েছেন ৩৬ রানের জুটিটি। ৬ রান করে ম্যাককালাম পাকিস্তানি লেগস্পিনার শহিদ আফ্রিদির বলে বোল্ড হলে ভাঙে এ জুটি। ম্যাককালাম ফিরে গেলেও থেমে থাকেনি গেইল ঝড়। আগের দিন সিলেট সিক্সার্সের বিপক্ষে ঝড়ো ইনিংস খেলেন গেইল। আজও তার একই রূপ দেখল দর্শকরা।

২৬ বলে ফিফটি পূর্ণ করেছেন। মারকুটে গেইলকে আটকাতে পরের ওভারেই অফস্পিনার মোসাদ্দেক হোসেনকে আক্রমণে নিয়ে আসেন ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান। কিন্তু গেইলকে খুব বেশি বাড়তে দেননি ঢাকার মোসাদ্দেক হোসেন। অর্ধশতকের পর পরই গেইলকে বিদায় করেন মোসাদ্দেক। আউট হওয়ার আগে ২৮ বলে ৫ চার ৪ ছয়ে দলকে উপহার দেন ৫১ রানের ঝলমলে ইনিংস।

এরপর মিডল অর্ডারে ব্যাট করতে আসা শাহরিয়ার নাফিস মাত্র ৯ রান করেই সাজঘরে ফিরেছেন। তবে মাশরাফি ১ চার ১ ছয়ে খানিকটা ঝড়ের আভাস দিলেও নিভে গেছেন খুব দ্রুত। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে ২২ রান যোগ করেন মিথুন। ঢাকার পক্ষে একাই ৫টি উইকেট শিকার করেছেন সাকিব। ২টি উইকেট দখলে নিয়েছেন আফ্রিদি। ১টি করে উইকেট ঝুলিতে পুরেন মোসাদ্দেক এবং আমির।

সংক্ষিপ্ত স্কোর

রংপুর রাইডার্স: ১৯.৫ ওভারে ১৪২/১০ (ম্যাককালাম ৬, মিথুন ২২, গেইল ৫১, নাফিস ৯, মাশরাফি ১৫, পেরেরা ১৫, বোপারা ১২, জিয়া ৪, গাজী ০, মালিঙ্গা ১*, রুবেল ০; আফ্রিদি ২/৩৯, মোসাদ্দেক ১/৪, সাকিব ৫/১৬, আমির ১/৩৪

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ সময়ের রোমাঞ্চে ফর্টিসকে রুখে দিলো আবাহনী
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
X
Fresh