• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ইনজুরি নিয়েই খেলতে চান ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক

  ২১ নভেম্বর ২০১৭, ১৭:৫৩

একদিন পরই গ্যাবায় শুরু হচ্ছে ক্রিকেটের মর্যাদাকর টুর্নামেন্ট অ্যাশেজ। ঐতিহাসিকভাবে এ সিরিজ জয়ে লড়বে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। এর মধ্যেই অজিদের জন্য দুঃসংবাদ হয়ে এল সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারের ইনজুরিতে পড়া। অ্যাশেজ সিরিজ সামনে রেখে অনুশীলন করার সময়ই চোটে পড়েন তিনি। তবে অ্যাশেজ বলে কথা! ব্যথা নিয়েই যেকোনো মূল্যে খেলতে চান এ ওপেনার।

মঙ্গলবার গ্যাবায় অনুশীলন করার সময় দৌড়ে বেশ উঁচুতে ওঠা একটি ক্যাচ নিতে যাচ্ছিলেন ওয়ার্নার। এমন সময়ে ঘাড়ে টান পড়ে তার। সঙ্গে সঙ্গেই মাঠ ছাড়তে হয়। শুশ্রুষা দেয়া হলেও চোট কতটা গুরুতর, এখনো জানা যায়নি বলে জানিয়েছেন অস্ট্রেলিয়া দলের ফিজিও ডেভিড বেকলি।

নিজের চোট নিয়ে ওয়ার্নার বলেন, ‘আমার ঘাড়টা একদম শক্ত হয়ে আছে। আমি ওপরের একটি বল তাড়া করছিলাম, হঠাৎ ঘাড়টা টনটন করে ওঠে। আমি আপাতত ফিজিওর চিকিৎসা নিচ্ছি। আশা করছি, ২৪ কিংবা ৪৮ ঘণ্টার মধ্যে সব ঠিক হয়ে যাবে।'

ব্যথা না কমলে তো নেট অনুশীলনটাও ঠিক মতো করতে পারবেন না ওয়ার্নার। তবু তার আশা প্রথম টেস্টটা খেলতে পারবেন, 'আমি চেষ্টা করব। আগামীকাল (বুধবার) মাঠে নামার চেষ্টা করব। আমার টেকনিক নিয়ে কিছু কাজ করতে হবে। কিছুটা যন্ত্রণা আছে। এমন কখনো হয়নি আমার।'