• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আগুয়েরোর রিয়ালে যোগদানে মেসির বাধা

স্পোর্টস ডেস্ক

  ২১ নভেম্বর ২০১৭, ১৬:৩৩

ফর্মের তুঙ্গে রয়েছেন সার্জিও আগুয়েরো। ম্যানচেস্টার সিটির হয়ে গোল করেই চলেছেন। সদ্যই ক্লাবটির হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েছেন। বিষয়টি নজর এড়ায়নি রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের। সঙ্গত কারণে ম্যানসিটি তারকাকে দলে ভেড়াতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। এরই মধ্যে নাকি আর্জেন্টাইন স্ট্রাইকারের সঙ্গে যোগাযোগও করেছেন। আগুয়েরোও ইচ্ছা পোষণ করেছেন! তবে তাকে রিয়ালে যোগ দিতে সরাসরি নিষেধ করলেন স্বদেশী লিওনেল মেসি।

স্প্যানিশ সংবাদমাধ্যম ডন ব্যালন জানাচ্ছে, ‘শিগগির আগুয়েরোকে ভেড়ানোর চেষ্টা করছে রিয়াল। এতে বেশ সম্মতি আছে সিটি সুপারস্টারের। তবে তাতে বাধা হয়ে দাঁড়িয়েছেন স্বয়ং মেসি। বার্নাব্যুতে আসতে দলীয় সতীর্থকে সরাসরি নিষেধ করেছেন তিনি।’

এর পেছনে অবশ্য মেসির স্বীয় স্বার্থ জড়িত। রিয়ালে আগুয়েরোর ভেড়ার খবরে নাকি আতঙ্কে ভুগছেন খুদে জাদুকর। কারণ, ফর্মে থাকা জাতীয় দলের সতীর্থ যোগ দিলে লস ব্লাঙ্কোজদের শক্তি বেড়ে যাবে। এতে লা লিগা শিরোপা খোয়াতে পারে বার্সেলোনা।

চলতি মৌসুমটা দারুণ কাটছে আগুয়েরোর। সব প্রতিযোগিতা মিলে করেছেন ১০ গোল। সহায়তা করেছেন ৩ গোলে। তার ডানায় চড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে আছে ম্যানসিটি। ১২ ম্যাচ শেষে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লেস্টার সিটির চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে সিটিজেনরা।

অবশ্য এর পেছনে ম্যানসিটি বস পেপ গার্দিওলার রয়েছে অসামান্য অবদান। দায়িত্ব নেয়ার পর দলটির চেহারায় পাল্টে দিয়েছেন তিনি। তার অধীনে সেরাটা উজাড় করে দিতে সক্ষম হচ্ছেন দলের খেলোয়াড়েরা।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জোড়া গোল ও অ্যাসিস্টে মায়ামিকে জেতালেন মেসি
মেসির আগমন নিয়ে যা বললেন পাপন
পাঁচ গোল করে ভাইরাল মেসি পুত্র
মেসির ঝলকে মায়ামির জয়
X
Fresh