• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

স্মিথ-মুশফিকের ব্যাটে লড়াকু সংগ্রহ রাজশাহীর

স্পোর্টস ডেস্ক

  ২১ নভেম্বর ২০১৭, ১৫:০৯

২১ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়েছিল রাজশাহী কিংস। ডোয়াইন স্মিথ ও মুশফিকুর রহিমের ব্যাটে সেখান থেকে ঘুরে দাঁড়ায় বরেন্দ্রভূমির দলটি। শেষ পর্যন্ত তাদের দুরন্ত ব্যাটিংয়ে ১৬৬ রানের লড়াকু সংগ্রহ পেয়েছে তারা। জিততে হলে নির্ধারিত ২০ ওভারে ৮.৩৫ গড়ে ১৬৭ রান করতে হবে খুলনা টাইটানসকে।

মঙ্গলবার বিপিএল ঢাকা পর্বের শেষ দিনে দুপুরের ম্যাচে টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান খুলনা অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। বরেন্দ্র অঞ্চলের দলটির হয়ে ম্যাচের গোড়াপত্তন করতে নামেন ডোয়াইন স্মিথ ও মুমিনুল হক। তবে ভালো সূচনা এনে দিতে পারেননি তারা। দলীয় ৬ রানে ফিরে যান মুমিনুল। এ রানেই সাজঘরে ফেরেন বেল ড্রুমন্ড। আর দলীয় ২১ রানে জাকির হাসান ফিরলে চাপে পড়ে ড্যারেন স্যামির দল।

এরপর ডোয়াইন স্মিথ ও মুশফিকুর রহিমের ব্যাটে ঘুরে দাঁড়ায় রাজশাহী। দলীয় ৯৭ রানে ফেরেন স্মিথ। তার আগে খুলনা বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে ৩৬ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৬২ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি।

ক্যারিবীয় ডানহাতি ব্যাটসম্যান ফিরলে দলের রানের চাকা সচল রাখেন মুশফিক। দলীয় ১৪১ রানে ফেরেন তিনি। ফেরার আগে ৩৩ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৫৫ রান করেন মিস্টার ডিপেন্ডেবল।

তখনো বড় স্কোর গড়ার পথে ছিল রাজশাহী। তবে শেষদিকের ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৮ উইকেটে ১৬৬ রানে থামে তাদের ইনিংস। ২৯ রানে অপরাজিত থাকেন জেমস ফ্রাঙ্কলিন।

খুলনার হয়ে জুনায়েদ খান ৪টি ও আবু জায়েদ নেন ২টি উইকেট।

এবারের বিপিএলে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে আছে খুলনা টাইটানস। আর ষষ্ঠ স্থানে রাজশাহী কিংস। ম্যাচটি দু’দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতায় টিকে থাকতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই রাজশাহীর। আর সুপার ফোরের স্থানটি আরো পাকাপোক্ত করতে জয় দরকার খুলনারও।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহীতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
জানাজা শেষে ফেরার পথে সড়কে মা-ছেলের মৃত্যু 
রাজশাহীতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
পদ্মায় গোসলে নেমে ৩ কিশোরের মৃত্যু
X
Fresh