• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

আম্পায়ারকে গালি দেয়ায় শাস্তি সাকিব-হাসান আলির

স্পোর্টস ডেস্ক

  ২১ নভেম্বর ২০১৭, ১৩:০৩

চলতি বিপিএলে আম্পায়ারের সিদ্ধান্ত অনুকূলে না আসায় দৃষ্টিকটূ প্রতিক্রিয়া দেখিয়ে একে একে শাস্তি পেয়েছেন সাব্বির রহমান, তামিম ইকবাল ও লিটন দাস। এবার শাস্তি পেলেন সাকিব আল হাসান ও হাসান আলি।

সোমবার কুমিল্লা ভিক্টোরিয়ানসের মোকাবেলা করে ঢাকা ডায়নামাইটস। নিজেদের বোলিং ইনিংসের ৯ম ওভারে ইমরুল কায়েসের বিপক্ষে এলবিডব্লুর জোরালো আবেদন করেন সাকিব। তবে তাতে সাড়া দেননি আম্পায়ার র‌্যানমোর মার্টিনেজ। এতে মেজাজ হারিয়ে ফেলেন ঢাকা অধিনায়ক এবং বাজেভাবে বিরক্তি প্রকাশ করেন।

শাস্তি হিসেবে সাকিবের ম্যাচ ফির ৫০ শতাংশ কাটা হয়েছে। একই সঙ্গে তার নামের পাশে যোগ হয়েছে ৩টি ডিমেরিট পয়েন্ট। আর ১টি পয়েন্ট যোগ হলেই এক ম্যাচ নিষিদ্ধ হবেন বিশ্বসেরা অলরাউন্ডার। একই শঙ্কায় রয়েছেন সাব্বির, তামিম ও লিটন। তাদের নামের পাশেও আছে ৩টি ডিমেরিট পয়েন্ট।

একই ম্যাচে মোসাদ্দেক হোসেনকে আউট করে ড্রেসিংরুমের পথ দেখান হাসান আলি। যা দৃষ্টিকটূ ঠেকেছে আম্পায়ারদের কাছে। এর শাস্তি হিসেবে এ ম্যাচে পাঁচ পাঁচটি বোল্ড করে বিপিএলে ইতিহাস গড়া বোলারের ম্যাচ ফির ৩০ শতাংশ কাটা হয়েছে। তবে তার নামের পাশে কোনো ডিমেরিট পয়েন্ট যোগ হয়নি।

ম্যাচ শেষে সাকিব-হাসান রেফারি সামিউর রহমানের কাছে দোষ স্বীকার করেন। এতে শুনানির দরকার পড়েনি।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাকিবের মাঠে ফেরা নিয়ে যা জানালেন কোচ সোহেল 
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব
ঈদের নামাজ শেষে সাকিবকে দেখে ভুয়া ভুয়া স্লোগান
ঈদের শুভেচ্ছা জানালেন তামিম-সাকিব-জ্যোতিরা
X
Fresh