• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রোনালদোর চ্যালেঞ্জে হতবাক মেসি

স্পোর্টস ডেস্ক

  ২০ নভেম্বর ২০১৭, ২৩:৫৫

চলতি মৌসুমটা দুঃস্বপ্নের মতো যাচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। সেখানে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির সময়টা কাটছে মধুর। এরই মধ্যে লা লিগায় ১১ গোল করে ফেলেছেন খুদে জাদুকর। সঙ্গত কারণে আগামী বছর ফিফা বর্ষসেরা পুরস্কার ‘দ্য বেস্ট’ এবং ফুটবলের সবচেয়ে মর্যাদার ‘ব্যালন ডি’অর’ জেতার দৌড়ে বার্সা সুপারস্টারকে এগিয়ে রাখছেন ফুটবল বোদ্ধারা। তবে তা এক ফুৎকারে উড়িয়ে দিয়েছেন সিআরসেভেন। সবাইকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, পরেরবারও এ দুই পুরস্কার বগলদাবা করবেন তিনি।

রোনালদোর এমন চ্যালেঞ্জে হতবাক হয়েছেন মেসি। তার মতে, ‘এ পরিস্থিতি থেকে ওর (রোনালদো) ফিরে আসা কঠিন। বাজে সময় কাটিয়ে উঠতে সবার সহযোগিতা লাগে। যা সে পাচ্ছে না।’

এ মন্তব্য করেই ক্ষ্যান্ত হননি আর্জেন্টাইন যুবরাজ। চিরপ্রতিদ্বন্দ্বীর হাঁড়ির খবরও ফাঁস করেছেন তিনি। মেসির বরাত দিয়ে স্প্যানিশ আউটলেট ডন ব্যালন জানাচ্ছে, ‘রোনালদোর নিজ ঘরই ঠিক নেই। রিয়ালে নিজের আসন ধরে রাখায় এখন তার কঠিন। লস ব্লাঙ্কোজদের কারো সঙ্গে ওর ভালো সম্পর্ক নেই। কোচ বলেন, কর্মকর্তা বলেন, কি সতীর্থ? সবার সঙ্গে নাম্বার সেভেনের সম্পর্ক যাচ্ছে তিক্ততার মধ্য দিয়ে। এমতাবস্থায় ফর্মে ফেরা সো টাফ।’

কেবল নিজেই সর্বোচ্চ গোলদাতা হতে চাননি পর্তুগাল প্রিন্স। রিয়ালকেও লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতাতে চেয়েছেন। তার এমন কথাবার্তায় নাকি অট্টহাসিতে ফেটে পড়েন মেসি। তিনি মনে করেন, ‘একজন মানুষ তার স্বপ্নের কথা জানাতেই পারে। তবে তা যে সহজ হবে না-এটুকু বলতে পারি।’

লা লিগার পয়েন্ট টেবিলও তা বলছে। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে আছে কাতালানরা।

অবশ্য গেলো মৌসুম দুর্দান্ত কাটান রোনালদো। এর স্বীকৃতিও হাতেনাতে পেয়েছেন তিনি। সদ্যই জিতেছেন ফিফা বর্ষসেরা পুরস্কার ‘দ্য বেস্ট’। আসছে ৭ ডিসেম্বর দেয়া হবে ‘ব্যালন ডি’অর’। পুরস্কারটি জেতার দৌড়েও এগিয়ে রয়েছেন ক্ষীপ্র গতির ফুটবলার।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোনালদোর পাওনা ১১৩ কোটি টাকা দিতে জুভেন্টাসকে নির্দেশ
মেসির আগমন নিয়ে যা বললেন পাপন
পাঁচ গোল করে ভাইরাল মেসি পুত্র
মেসির ঝলকে মায়ামির জয়
X
Fresh