• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

সাব্বির-নাসির ঝলকেও হারের বৃত্তে সিলেট

স্পোর্টস ডেস্ক

  ২০ নভেম্বর ২০১৭, ২২:২৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের দ্বিতীয় ম্যাচটি ট্র্যাজিক অধ্যায় হয়ে থাকল নাসির হোসেন ও সাব্বির রহমানের ক্যারিয়ারে। রংপুর রাইডার্সের ছুড়ে দেয়া ১৭০ রানের জবাব দিতে নেমে তাদের দুর্দান্ত লড়াইয়ের পরও ৭ রানে হেরে গেছে সিলেট সিক্সার্স।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি সিলেটের। ২৫ রানেই ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে দলটি।

এরপর দারুণ জুটি গড়েন নাসির-সাব্বির। তাদের ওপর ভর করে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে সিলেট। ৪৯ বলে ৭ চার ও ২ ছক্কায় ৭০ রানের টর্নেডো ইনিংস খেলে ফেরেন সাব্বির। তখনো জয়ের পথে ছিল ছিল দলটি।

তবে শেষদিকে কাজের কাজটি করতে পারেননি নাসির-ব্রেসনান। এতে ১৬২ রানে থামে সিলেট। ৪৩ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন হার না মানা নাসির।

রংপুরের হয়ে মাশরাফি, সোহাগ গাজী, রুবেল ও পেরেরা নেন ১টি করে উইকেট।

এর আগে গেইল-ম্যাককালাম ঝড়ে ৭ উইকেট হারিয়ে ১৬৯ রান করে রংপুর রাইডার্স। কুমিল্লার বিপক্ষে জ্বলে উঠতে না পারলেও এ ম্যাচে রূদ্রমূর্তি ধারণ করেন টি-টোয়েন্টির দুই স্পেশালিস্ট। ২১ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৩৩ রান করে ফেরেন কিউই হার্ডহিটার ম্যাককালাম। আর ৩৯ বলে ২ চার ও ৫ ছক্কায় কাঁটায় কাঁটায় হাফসেঞ্চুরি তুলে ফেরেন ক্যারিবীয় ব্যাটিং দানব গেইল।

সিলেটের আবুল হাসান ২৪ রানে নেন ২ উইকেট। ১টি করে উইকেট নেন নাসির হোসেন, টিম ব্রেসনান ও লিয়াম প্লাঙ্কেট।

ম্যাচসেরা হয়েছেন ক্রিস গেইল।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জলদস্যুদের কবলে টাঙ্গাইলের সাব্বির, উৎকণ্ঠায় পরিবার
ফিল্মফেয়ার পুরস্কার দিয়ে বাথরুমের হাতল বানিয়েছেন নাসিরুদ্দিন শাহ
সব ধরনের ক্রিকেট থেকে নাসিরকে নিষিদ্ধ করল আইসিসি
বলাৎকারের ঘটনা প্রকাশ করায় সাব্বিরকে হত্যা করেন চাচা
X
Fresh