• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বিগ ব্যাশ মাতাবেন রুমানা-খাদিজা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ নভেম্বর ২০১৭, ২১:৫৯

বিশ্বের অন্যতম জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশ। এতদিন এ লিগে পদচারণা ছিল শুধু বাংলাদেশের একজন ক্রিকেটারের। বেশ ক’বার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগটি মাতিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার অস্ট্রেলিয়ার লিগটিতে খেলতে যাচ্ছেন বাংলাদেশের আরো দুই উজ্জ্বল নক্ষত্র। তবে পুরুষদের নয়, নারীদের বিগ ব্যাশে নাম লিখিয়েছেন জাতীয় দলের অধিনায়ক রুমানা আহমেদ ও স্পিন বিস্ময় খাদিজাতুল কুবরা।

লিগে ব্রিজবেন হিটের হয়ে খেলবেন রুমানা। তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বেন ১০ জানুয়ারি। আর মেলবোর্ন স্টার্সের হয়ে মাঠ মাতাবেন খাদিজা। তিনি দেশ ত্যাগ করবেন ১৬ জানুয়ারি।

বিগ ব্যাশের মতো বড় টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত রুমানা। সোমবার ঢাকা ডায়নামাইটস-কুমিল্লা ভিক্টোরিয়ানসের ম্যাচ শেষে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তিনি বলেন, ‘দেশের নারী ক্রিকেটার হিসেবে প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছি। ভাবতেই ভালো লাগছে। বিগ ব্যাশ তুমুল জনপ্রিয় লিগ। এমন লিগে খেলার সুযোগ পাওয়ার প্রত্যাশায় ছিলাম। অবশেষে তা পূরণ হলো। এতে বড় বড় তারকারা খেলবেন। তাদের সঙ্গে খেললে অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ হবে বলে মনে করছি।’

বিগ ব্যাশে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত হলেও এখন-ই তা নিয়ে ভাবার অবকাশ নেই রুমানাদের। সামনে রয়েছে নারী ক্রিকেট দলের ভারত সফর। ওই সফরে ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টির সিরিজ খেলবেন তারা। এ লক্ষ্যে আগামী ২৩ নভেম্বর দেশ ছাড়ার কথা রয়েছে দলের।

আসন্ন সফর সামনে রেখে এরই মধ্যে অনুশীলন সেরে ফেলেছেন রুমানা-সানাজিদারা। টানা ১ সপ্তাহ বিকেএসপিতে প্রস্তুতি সেরেছেন তারা। ভারত সফর শেষ হবে ১৭ ডিসেম্বর। এরপরই তা নিয়ে ভাবার সময় পাবেন রুমানা-খাদিজা।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh