• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

অন্তর্বর্তীকালীন কোচ হচ্ছেন সুজন!

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ নভেম্বর ২০১৭, ১৮:৩৩

গুঞ্জনটা শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। অবশেষে হয়তো তাই সত্যি হতে যাচ্ছে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্তর্বর্তীকালীন কোচ হতে যাচ্ছেন খালেদ মাহমুদ সুজন!

সম্প্রতি জাতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। এখন তিনি শ্রীলঙ্কায় রয়েছেন। বাংলাদেশে ফিরবেন কি না-এ নিয়ে এখনো অন্ধকারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একরকম আসবেন না বলেই ধরে নিচ্ছে বোর্ড! তাই আসছে সিরিজের কথা ভেবে তার জন্য বসে থাকতে চাচ্ছেন না বোর্ড বস। ইঙ্গিত দিলেন, ‘হাথুরু না এলে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করতে পারে সুজন।’

সোমবার সন্ধ্যায় বিসিবির প্রেস কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে তিনি এমন ইঙ্গিত দেন।

ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের ম্যাচ শেষে সংবাদ সম্মেলন করেন নাজমুল হাসান। তিনি বলেন, ‘আসন্ন সিরিজ শুরু হওয়ার আগে হাথুরু না এলে বা এসময়ে বিদেশি কাউকে চূড়ান্ত করতে না পারলে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করতে পারে সুজন। সে-ই প্রধান কোচের দায়িত্ব পালন করার মতো।’

হাথুরুর পদত্যাগপত্র বিসিবিতে জমা দেয়ার পর থেকেই গুঞ্জন ছিল, ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে আগামী সিরিজে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন কোচ হচ্ছেন সুজন। তবে স্বল্প মেয়াদে দায়িত্ব নিতে রাজি ছিলেন না টাইগার সাবেক অধিনায়ক। দীর্ঘ সময়ের জন্য কোচের দায়িত্ব নিতে চান তিনি। এজন্য নিজেকে প্রস্তুত করে তুলছেন।

বর্তমানে দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন সুজন। এর আগে জাতীয় দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে তার। ডেভ হোয়াইটমোর ও জিমি সিডন্সের সহকারী হিসেবে কাজ করেন তিনি।

সুজনের অন্তর্বর্তীকালীন কোচ হওয়ার ইঙ্গিত দিলেও হাথুরু অধ্যায়ের সমাপ্তি টানেননি নাজমুল হাসান। তিনি জানান, ‘আগামী দু’তিন দিনের মধ্যে এ শ্রীলঙ্কান কোচের ঢাকায় আসার কথা রয়েছে। তিনি এলে, তার সঙ্গে কথা বলেই সবকিছু ঠিক করা হবে। সুজনের ব্যাপারেও চূড়ান্ত ঘোষণা দেয়া হবে।’

শোনা যাচ্ছে, শ্রীলঙ্কার কোচ হচ্ছেন হাথুরুসিংহে। লঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) সঙ্গে চূড়ান্ত কথাবার্তাও নাকি সেরে ফেলেছেন। এখন শুধু আনুষ্ঠানিকতার পালা। আসন্ন সিরিজে চান্দিমাল-থারাঙ্গাদের কোচ হয়ে বাংলাদেশ সফর করতে পারেন তিনি।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিসিবির সিদ্ধান্তে একমত সুজন
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল গঠন নিয়ে যা জানালেন সুজন
বোমা ফাটালেন সুজন, হাথুরুর সঙ্গে দ্বন্দ্ব প্রকাশ্যে
বিসিবি সভাপতির কাছে যে অনুরোধ করলেন সুজন
X
Fresh