• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

শীর্ষস্থান অক্ষুণ্ন রাখার ম্যাচে ব্যাটিংয়ে ঢাকা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ নভেম্বর ২০১৭, ১২:৫২

একদিন বিরতি দিয়ে আজ আবারো মাঠে গড়াচ্ছে বিপিএল। বিপিএলের ২১তম ম্যাচে লড়বে পয়েন্ট টেবিলের এক ও দুই নম্বর দল। আধিপত্য ধরে রাখার চ্যালেঞ্জ সাকিবের ঢাকা ডায়নামাইটসের। অন্যদিকে শীর্ষে উঠতে চায় তামিমের কুমিল্লা ভিক্টোরিয়ানস। এমন পরিস্থিতিতে তামিমের কুমিল্লার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান।

মিরপুর শের-এ-বাংলা জাতীয় স্টেডিয়ামে দুপুর একটায় ম্যাচটি শুরু হয়। সরাসরি দেখাচ্ছে গাজী টিভি ও মাছরাঙা টেলিভিশন।

ঢাকা ও কুমিল্লা দুই দলেরই এবারের বিপিএল মিশন শুরু হয়েছিল সিলেট সিক্সার্সের বিপক্ষে হার দিয়ে। অপ্রত্যাশিত সেই হারের ধাক্কা সামলে উঠতে সময় নেয়নি তারা। পরের ৫ ম্যাচের ৪টিতেই জিতেছে ঢাকা। ১টি ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় পয়েন্ট ভাগ করে নিতে হয়েছে। তাতে সবমিলে ৬ ম্যাচে ৯ পয়েন্ট দলটির।

ঢাকার চেয়ে এক ম্যাচ কম খেলেও মাত্র এক পয়েন্ট পিছিয়ে কুমিল্লা। ৫ ম্যাচে ৪ জয় ও ১ হারে দলটির পয়েন্ট ৮। দুই দলের এদিন সুযোগ একে অপরের সঙ্গে ব্যবধান বাড়ানোর। কুমিল্লা জিতলে উপরে চলে যাবে ঢাকার। আর সাকিবের দল জিতলে পয়েন্ট টেবিলে দুই দলের ব্যবধান সামান্য হলেও বাড়বে।

দলের খেলোয়াড়দের ফর্ম নিয়ে নির্ভার অধিনায়ক সাকিব। ফর্মে রয়েছে বিদেশি তারকারা। আফ্রিদি-নারিন ও সাকিবদের স্পিন ধরছে নিয়মিত। বিধ্বংসী লুইস-পোলার্ডের পাওয়ার হিটিং প্রতিপক্ষকে গুড়িয়ে দিতে যথেষ্ট। পেসে শক্তি বাড়াতে যোগ দিয়েছেন পাকিস্তান সেনসেশন মোহাম্মদ আমির।

অন্যদিকে কুমিল্লা ধারাবাহিকতায় ফেভারিটের তকমা পেয়ে গেছে। ইমরুল ফর্মে ফিরলেও লিটনের ব্যর্থতা চিন্তায় রেখেছে। এছাড়া চোট কাটিয়ে ফেরা ক্যাপ্টেন তামিমের কাছ থেকে দুই ম্যাচে সেরাটা পায়নি ভিক্টোরিয়ানসরা। এখনো নিজের ছায়া হয়েই আছেন তামিম।

তবে মাঠে দু’দলই দুরন্ত পারফর্ম করছে বলে ম্যাচের আগে কাউকেই এগিয়ে রাখার উপায় নেই। ঢাকা ডায়নামাইটসে সাকিব তো আছেনই। এভিন লুইস, শহিদ আফ্রিদি, সুনিল নারাইন, কাইরন পোলার্ড, সাঙ্গাকারা, মোহাম্মদ আমিরদের নিয়ে রীতিমত ভয় জাগানিয়া দল। আর কুমিল্লার তামিমের সঙ্গে রয়েছেন ট্রাম কার্ড রশিদ খান, মারলন স্যামুয়েলস, জস বাটলাররা। সবমিলিয়ে দুপুরের মিরপুর রোমাঞ্চের ঢালি নিয়েই অপেক্ষায়।

ঢাকা ডায়নামাইটস
এভিন লুইস, মেহেদি হাসান, জহুরুল ইসলাম, কুমার সাঙ্গাকারা, সাকিব আল হাসান, কাইরন পোলার্ড, সুনিল নারাইন, মোসাদ্দেক হোসাইন, মোহাম্মদ আমির, আবু হায়দার রনি, মোহাম্মদ সাদ্দাম।

কুমিল্লা ভিক্টোরিয়ানস
তামিম ইকবাল, লিটন দাস, ইমরুল কায়েস, ড্যারেন ব্র্যাভো, জস বাটলার, মারলান স্যামুয়েলস, শোয়েব মালিক, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, হাসান আলি, আল আমি হোসাইন।

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ সময়ের রোমাঞ্চে ফর্টিসকে রুখে দিলো আবাহনী
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
X
Fresh