• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বিপিএল: দুপুরে ঢাকা-কুমিল্লা, সন্ধ্যায় রংপুর-সিলেট

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ নভেম্বর ২০১৭, ১০:০৩

একদিন বিরতি দিয়ে আজ আবারো মাঠে গড়াবে বিপিএল। বিপিএলের ২১তম ম্যাচে লড়বে পয়েন্ট টেবিলের এক ও দুই নম্বর দল। আধিপত্য ধরে রাখার চ্যালেঞ্জ সাকিবের ঢাকা ডায়নামাইটসের। অন্যদিকে শীর্ষে উঠতে চায় তামিমের কুমিল্লা ভিক্টোরিয়ানস। খেলা শুরু বেলা একটায়। সন্ধ্যা ছয়টায় বিপিএলের ২২তম ম্যাচে গেইল-ম্যাকক্যালামকে নিয়ে ভাগ্য ফেরাতে নাসিরের সিলেটের বিপক্ষে নামবে মাশরাফির রংপুর রাইডার্স।

আজকের দুটি ম্যাচেই মাঠ মাতাবেন পাকিস্তানের খেলোয়াড়রা। এদিন পাকিস্তানের আফ্রিদি, মোহাম্মদ আমির, শোয়েব মালিক, হাসান আলি, ফখর জামান, বাবর আজম নিজ নিজ দলের হয়ে মাঠে নামবেন।

৬ ম্যাচ শেষে ৪ জয় ১ পরাজয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ঢাকা ডায়নামাইটস। নির্ভার ক্যাপ্টেন সাকিব, ফর্মে বিদেশি তারকারা। আফ্রিদি-নারিন ও সাকিবদের স্পিন ধরছে নিয়মিত। বিধ্বংসী লুইস-পোলার্ডের পাওয়ার হিটিং প্রতিপক্ষকে গুড়িয়ে দিতে যথেষ্ট। পেসে শক্তি বাড়াতে যোগ দিয়েছেন পাকিস্তান সেনসেশন মোহাম্মদ আমির।

অন্যদিকে ৫ ম্যাচ শেষে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে কুমিল্লা ভিক্টোরিয়ানস। ধারাবাহিকতায় ফেভারিটের তকমা পেয়ে গেছে। ইমরুল ফর্মে ফিরলেও লিটনের ব্যর্থতা চিন্তায় রেখেছে। এছাড়া চোট কাটিয়ে ফেরা ক্যাপ্টেন তামিমের কাছ থেকে দুই ম্যাচে সেরাটা পায়নি ভিক্টোরিয়ানসরা। এখনো নিজের ছায়া হয়েই আছেন তামিম।

৭ ম্যাচ শেষে ৩ জয় ৩ পরাজয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করছে সিলেট। ঘরের মাঠে দারুণ পারফর্ম করে খেই হারিয়েছে ঢাকায় এসে। খেলোয়াড়দের উজ্জ্বীবিত করতে ওয়াকার ইউনুসের টোটকাও কাজ করছে না। দলটির দুশ্চিন্তা ব্যাটিং ডিপার্টমেন্টকে ঘিরে। ঘুরে দাঁড়াতে ফ্লেচার-থারাঙ্গা জুটির জ্বলে ওঠার অপেক্ষা।

সিলেট সিক্সার্সের মেন্টর ওয়াকার ইউনুস জানান, আমি এখানে এসেছি মূলত তরুণদের সাহায্য করতে, সাথে ম্যানেজমেন্টকেও কিছু বিষয়ে সাহায্য করছি আমি। মনে রাখতে হবে সিলেটের এটা প্রথম টুর্নামেন্ট তাই তাদের এখানে মনোযোগটা বেশিই দিতে হয়। আর আমি অনেকদিন ধরেই এসব কাজের সঙ্গে জড়িত। আশা করি সিলেটের জন্য ভালো কিছু করে দেয়া সম্ভব।

অন্যদিকে ৪ ম্যাচে ১ জয় ৩ পরাজয়ে টেবিলের তলানিতে সেরা দলের তকমা পাওয়া রংপুর রাইডার্স। গেইল-ম্যাককালামদের এনেও ভাগ্য ফেরেনি। শিরোপা মিশন হাতছাড়া করার আগেই কামব্যাক করতে হবে। মন্ত্র খুঁজে ফিরছেন ক্যাপ্টেন মাশরাফি।

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ সময়ের রোমাঞ্চে ফর্টিসকে রুখে দিলো আবাহনী
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
X
Fresh