• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রংপুরকে সিলেট মেন্টরসের হুঁশিয়ারি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ নভেম্বর ২০১৭, ১৮:৫১

বিপিএলের উদ্বোধনী ম্যাচ থেকে শুরু করে টানা তিন ম্যাচ জয়ের পর খুলনার বিরুদ্ধে প্রথম হার সিলেট সিক্সার্সের। ঘরের মাঠে হার দিয়ে শেষ করে ঢাকায় ফিরে সিলেট। কিন্তু জয় ভাগ্য ঢাকায় নিয়ে আসতে পারেনি নাসিররা। ঢাকায় পরপর দুই ম্যাচে হেরেছে তারা। শেষ ম্যাচেও রাজশাহীর কাছে বড় ব্যবধানে হারে সিলেট। একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। টপ ফোরে যেতে হলে পরবর্তী ম্যাচগুলোতে তুমুল প্রতিদ্বন্দ্বীতা গড়ে জিততে হবে সিলেটকে।

বিপিএল শুরুর আগে সিলেট সিক্সার্সের একটি ট্যালেন্ট হান্ট প্রোগ্রামে এসেছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াকার ইউনিস। দলটির সঙ্গে আবারো যোগ দিয়েছেন তিনি। তবে এবার এসেছেন সিলেটের মেন্টর হয়ে। দলের হার ড্রেসিং রুমে বসে দেখেছেন পাকিস্তানের কিংবদন্তি বোলার ওয়াকার। রংপুর রাইডার্সের বিপক্ষে সোমবার ভয়ঙ্কর চেহারায় আবির্ভূত হতে যাচ্ছে সিলেট, তেমন হুমকিও দিয়ে রাখলেন এ পাকিস্তানি কিংবদন্তি।

মেন্টর ওয়াকারের বিশ্বাস তার দল আগামীকাল (সোমবার) রংপুর রাইডার্সের বিপক্ষে ঘুরে দাঁড়াতে পারবে। মিরপুর শের-ই-বাংলায় আজ (রোববার) অনুশীলন শেষে ওয়াকার বলেন, আমি আসলে তরুণদের সাহায্য করতেই এখানে এসেছি। আমার কাজটি অনুশীলনে। উঠতি তরুণ যাদের সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি টিম ম্যানেজমেন্টেরও। আপনাকে ভুলে গেলে চলবে না টুর্নামেন্টের শুরুটা আমরা দারুণ করেছিলাম। প্রথম তিন ম্যাচেই আমরা জিতেছি। কিন্তু দুর্ভাগ্যবশত ইনজুরি আমাদের কিছুটা পেছনে ঠেলে দিয়েছে। আমরা কালকেই ঘুরে দাঁড়াতে চাইছি। টুর্নামেন্টে ভালো কিছু করতেই আমরা এখানে। প্রতিটি ম্যাচই আমাদের জন্য নতুন। কালকের ম্যাচে সিলেট আরো ভয়ংকর রুপে আবির্ভূত হবে।

বড় দলকে হারানোর অভিজ্ঞতা বিপিএলের শুরুতেই হয়েছিল সিলেটের। নিজেদের মাঠে ঢাকা ডায়নামাইটসকে ৯ উইকেটে হারিয়েছিল নাসিরের দল। আগামীকাল তাদের প্রতিপক্ষ আরেক বড় দল রংপুর রাইডার্স। যদিও গেইল-ম্যাককালামদের রংপুর নেই চেনা ছন্দে। তবুও দুই হার্ড হিটারকে ঘিরে রয়েছে ভয়। সিলেট সিক্সার্সের রয়েছে আত্মবিশ্বাস। আন্তর্জাতিক ক্রিকেটে ৭৮৯ উইকেট পাওয়া ওয়াকার সিলেটকে তৈরি করছেন সেভাবেই। ওদের অনুশীলনে সহযোগীতা করছেন,‘বিপিএলে এটা সিলেটের প্রথম। ওদের পর্যাপ্ত সহযোগিতার প্রয়োজন। আমি ফাস্ট বোলার ও ব্যাটসম্যানদের সাহায্যার্থে চেষ্টা করে যাচ্ছি। এর আগেও আমি এই কাজের সাথে সম্পৃক্ত ছিলাম। কখন কী করতে হবে সেটা আমি ভালো করেই জানি। আমরা একসাথে বসে আমাদের ভাবনাগুলো একীভূত করে তা অনুশীলন ও ম্যাচে প্রয়োগের চেষ্টা করি।

খেলোয়াড়ি জীবনে ওয়াকার ছিলেন বিধ্বংসী এক পেসার। এক্সপ্রেস বোলারের সামনে আতঙ্কিত হয়ে পড়তেন বাঘা বাঘা ব্যাটসম্যানও। অনেক অর্জনই রয়েছে তার। খেলা ছাড়ার পর নাম লেখান পেশাদার কোচিংয়ে। পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন দুই দফা। পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) কাজ করছেন। তাই এখানে তাকে কি করতে হবে সেই ধারণাটা খুব স্পষ্ট করেই বুঝিয়ে দিতে পারেন ওয়াকার।

প্রথমবারের মতো বিপিএলে অংশ নিয়ে এবার অভিজ্ঞদের প্রাধান্য দিয়ে দল গড়েছে সিলেট। টিম ব্রেসনান, প্লানকেটের মতো অভিজ্ঞ পেসাররা দলে রয়েছেন। তাদের নিয়ে গড়া দলটি যে কোনো কিছু করার সামর্থ্য রাখে তাও জানালেন ওয়াকার, দেখুন, আমাদের দলটা অভিজ্ঞ। এখানে ব্রেসনান, লিয়াম প্লাঙ্কেটসহ কয়েকজন উঠতি খেলোয়াড়ও আছে। যেমন আবুল হাসান রাজু। দলটা প্রতিভাবান তাতে কোন সন্দেহ নেই।

৪ ম্যাচে ৩টিতে হেরে পয়েন্ট তালিকার সবার নিচে মাশরাফির রংপুর। নাসিরের সিলেট ৭ ম্যাচে ৩টিতে হেরেছে, ৩টিতে জিতেছে। মিরপুরে আগামীকাল রাতের আকাশ ঢাকা না সিলেটের রঙে রাঙায় তা দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমিরা।

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ সময়ের রোমাঞ্চে ফর্টিসকে রুখে দিলো আবাহনী
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
X
Fresh