• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ইউএসএইডের শুভেচ্ছাদূত হচ্ছেন মাহমুদুল্লাহ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ নভেম্বর ২০১৭, ১৭:২৫

সামাজিক উন্নয়নে সংস্থাটির বিভিন্ন কর্মসূচীর প্রচারণা কাজে অংশ নিতে প্রথম বাংলাদেশি অ্যাথলেট বা খেলোয়াড় হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের সাহায্য সংস্থা ইউএসএইডের শুভেচ্ছাদূত হচ্ছেন জাতীয় দলের অলরাউন্ডার ও বিপিএলে খুলনা টাইটানসের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

সবার জন্য টেকসই শিক্ষা, সুস্বাস্থ্য, পুষ্টি নিশ্চিত করতে জনসচেতনতা বাড়াতে ভূমিকা রাখবেন মাহমুদুল্লাহ রিয়াদ। একই সমাজের সার্বিক কর্মকাণ্ডে নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটির সঙ্গে কাজ করবেন বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান মাহমুদুল্লাহ।

সোমবার রাজধানীর লং বিচ হোটেলে ইউএসএইডের সঙ্গে ১ বছরের জন্য শুভেচ্ছাদূত হিসেবে চুক্তি করবেন মাহমুদুল্লাহ। ইউএসএডের পক্ষে চুক্তি সই করবেন সংস্থাটির বাংলাদেশের মিশন প্রধান জেনিনা জারুজেলস্কি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে মত বিনিময় করবেন মাহমুদুল্লাহ, মার্কিন দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।