• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

একদিনের বিরতিতে বিপিএল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ নভেম্বর ২০১৭, ১৩:৫১

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এ আজ বিরতি। ৪ নভেম্বর সিলেট থেকে শুরু হয় পঞ্চম আসরের যাত্রা। এ পর্যন্ত ২০টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ২০ ম্যাচ শেষে ৬ ম্যাচে ৪ জয় ১ পরাজয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে ঢাকা ডায়নামাইটস। অন্যদিকে ৪ ম্যাচে ১ জয় ৩ পরাজয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে অবস্থান করছে রংপুর রাইডার্স।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে শুরু হয় বিপিএলের পঞ্চম আসর। সেখানে দাপটের সঙ্গে খেলে জয়ের হ্যাটট্রিক করে স্বাগতিক সিলেট সিক্সার্স। সিলেট পর্বের শেষ ম্যাচে এসে পরাজয়ের স্বাদ নেয় স্বাগতিকরা। ঢাকা পর্বে এসেও পরাজয়ের সেই ধারা অব্যাহত রয়েছে সিলেটের।

এ পর্যন্ত (১৯-১১-২০১৭) সর্বাধিক ৭টি ম্যাচ খেলেছে সিলেট। ৬ ম্যাচ খেলে এরপরই রয়েছে ঢাকা, খুলনা ও রাজশাহী। ৫ ম্যাচ খেলেছে কুমিল্লা এবং ৪ ম্যাচ খেলেছে রংপুর রাইডার্স। পয়েন্ট টেবিলে ঢাকার পর যথাক্রমে আছে কুমিল্লা (৮), খুলনা ও সিলেট (৭), রাজশাহী (৪), চিটাগাং (৩) এবং রংপুর (২) পয়েন্ট নিয়ে।

ব্যাটসম্যানদের মধ্যে সেরা দশের ৬ জনই বিদেশি। শীর্ষে আছেন সিলেটের লঙ্কান ওপেনার উপুল থারাঙ্গা (২০৭)। কিন্তু বোলিংয়ে শীর্ষস্থানসহ সেরা দশের ৪ জন বাংলাদেশি। আবু হায়দার ও আবু জায়েদ ১০ উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষে অবস্থান করছে।

পয়েন্ট টেবিল

দলের নাম

ম্যাচ

জয়

পরাজয়

পয়েন্ট

ঢাকা ডায়নামাইটস

কুমিল্লা ভিক্টোরিয়ানস

খুলনা টাইটানস

সিলেট সিক্সার্স

রাজশাহী কিংস

চিটাগাং ভাইকিংস

রংপুর রাইডার্স

শীর্ষ দশ ব্যাটসম্যান

নাম

দলের নাম

অর্ধশত

মোট রান

সর্বোচ্চ

উপুল থারাঙ্গা

সিলেট সিক্সার্স

২০৭

৬৯*

এভিন লুইস

ঢাকা ডায়নামাইটস

২০৪

৬৬

ইমরুল কায়েস

কুমিল্লা ভিক্টোরিয়ানস

১৮১

৪৭

রবি বোপারা

রংপুর রাইডার্স

১৭৯

৫৪*

মুমিনুল হক

রাজশাহী কিংস

১৫৬

৬৩*

লুক রনকি

চিটাগাং ভাইকিংস

১৫৪

৭৮

মারলান স্যামুয়েলস

কুমিল্লা ভিক্টোরিয়ানস

১৫৩

৬০

আন্দ্রে ফ্লেচার

সিলেট সিক্সার্স

১৫১

৬৩

রিলে রুশো

খুলনা টাইটানস

১৫০

৪৯

শীর্ষ দশ বোলার

নাম

দলের নাম

মোট ম্যাচ

মোট উইকেট

সর্বোচ্চ

আবু হায়দার

ঢাকা ডায়নামাইটস

১০

৩/১১

আবু জায়েদ

খুলনা টাইটানস

১০

৪/৩৫

শহিদ আফ্রিদি

ঢাকা ডায়নামাইটস

৪/১২

তাসকিন আহমেদ

চিটাগাং ভাইকিংস

৩/৩১

মোহাম্মাদ নবি

কুমিল্লা ভিক্টোরিয়ানস

৩/১৫

সুনিল নারাইন

ঢাকা ডায়নামাইটস

৩/১০

লিয়াস প্ল্যাঙ্কেট

সিলেট সিক্সার্স

৩/২৯

সানজামুল ইসলাম

চিটাগাং ভাইকিংস

২/১৪

ড্যারেন ব্র্যাভো

কুমিল্লা ভিক্টোরিয়ানস

২/২৯

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ সময়ের রোমাঞ্চে ফর্টিসকে রুখে দিলো আবাহনী
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
X
Fresh