• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বিপিএল ফুটবলে পরাজয়ের বৃত্তে মোহামেডান

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ নভেম্বর ২০১৭, ২২:৫১

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (ফুটবল) পরাজয়ের বৃত্তেই বাধা রইলো সাদা-কালো জার্সিধারী ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। আগের ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর শনিবার ম্যাড়মেড়ে ফুটবল খেলে ১-০ ব্যবধানে হেরেছে চট্টগ্রাম আবাহনীর কাছে।

এ নিয়ে লিগ ও ফেডারেশন কাপ মিলিয়ে চট্টগ্রামের দলটির কাছে টানা পাঁচ ম্যাচ হারল মোহামেডান। প্রথম পর্বেও একই ব্যবধানে জিতেছিল গত লিগে রানার্সআপ হওয়া চট্টগ্রাম আবাহনী।

ম্যাচের পর মোহামেডান ডাগআউটে যেন হারের ব্যবধান কমিয়েই স্বস্তির বাতাসই বইছিল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চট্টগ্রাম আবাহনী গুরুত্বপূর্ণ জয়টি এসেছে জাহিদ হোসেনের গোলে। ১২ মিনিটে হাইতির লিওনেলের ক্রস থেকে গোলটি করেন চট্টলার দলটির অধিনায়ক।

শনিবার ম্যাচের একাদশ মিনিটে এগিয়ে যেতে পারত চট্টগ্রাম আবাহনী। ডান দিক থেকে মামুনুল ইসলামের ফ্রি কিক জাহিদ হোসেনের হেড গোলরক্ষকের গ্লাভসে জমে যায়।

পরের মিনিটের সুযোগ আর নষ্ট করেনি চট্টগ্রামের দলটি। মামুনুলের থ্রু পাস নিয়ন্ত্রণে নিয়ে ডান দিক থেকে লিওনেলের বাড়ানো আড়াআড়ি ক্রস আলতো টোকায় জালে জড়িয়ে দেন জাহিদ। চলতি লিগে জাতীয় দলের এই ফরোয়ার্ডের এটি তৃতীয় গোল।

২৬তম মিনিটে ডান দিক দিয়ে বক্সে ঢুকে নাসিরুল ইসলামের দুর্বল শট সোজা আশরাফুল ইসলাম রানার গ্লাভসে জমে গেলে সমতায় ফেরা হয়নি মোহামেডানের। প্রথম পর্বের শেষ দিকে মাঠে মোহামেডানকে ‘মোহামেডানে’র মতোই মনে হচ্ছিল। টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে একটা ভদ্রস্থ অবস্থায় চলে এসেছিল সাদা-কালোরা; কিন্তু দ্বিতীয় পর্বে খুঁজে পাওয়া যাচ্ছিল না সেই মোহামেডানকে।

দ্বিতীয়ার্ধের শুরুতে সতীর্থের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে বিপলের শট বাইরের জাল কাঁপালে আবারও হতাশ হতে হয় তাদের।

প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রাখলেও ৬৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার ভালো সুযোগ নষ্ট করে সাইফুল বারী টিটোর দল। সতীর্থের বাড়ানো ক্রসে গোলমুখ থেকে বাইরে মারেন আগের ১২ লিগ ম্যাচে সাত গোল করা ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজ।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে সমতায় ফেরার সেরা সুযোগটি নষ্ট হয় মোহামেডানের। ডান দিক থেকে অগাস্টিন ওয়ালসনের জোরালো শট ফিস্ট করে ফিরিয়ে চট্টগ্রাম আবাহনীকে জয়ের পথে রাখেন রানা।

চট্টগ্রাম আবাহনীর কাছে প্রথম পর্বেও একই ব্যবধানে হেরেছিল মোহামেডান। প্রথম পর্বে গোল করেছিলেন তৌহিদুল আলম সবুজ, এ পর্বে জাহিদ হোসেন। দুই জনেরই গায়েই এক সময় ছিল সাদ-কালো জার্সি। দুই সাবেকের গোলেই চট্টগ্রাম আবাহনীর কাছে ৬ পয়েন্ট হারালো এখনো প্রিমিয়ার লিগের শিরোপা ছুঁতে না পারা মোহামেডান।

লিগে তৃতীয় গোল করে জাহিদ উচ্ছ্বসিত, ‘আমার গোলে দল জিতেছে বলে আমি খুব খুশি। আমি অবশ্য গোলের জন্য না, দলের জন্য খেলি। আগের ম্যাচেও দলের জয়ে আমার অবদান ছিল, সামনেও অবদান রাখতে চাই।’

জয়টা ন্যুনতম ব্যবধানে, তাই ম্যাচের পর চট্টগ্রাম আবাহনীর কোচ সাইফুল বারী টিটুর কণ্ঠে সতর্কতা, ‘আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে। আজ গোলের একাধিক সুযোগ এসেছিল, কিন্তু ছেলেরা একটির বেশি কাজে লাগাতে পারেনি।’

অন্যদিকে মোহামেডানের কোচ রাশেদ পাপ্পুর হতাশ প্রতিক্রিয়া, ‘ডিফেন্সের ভুলে গোল হজম করতে হয়েছে। এমনিতে দল খারাপ খেলেনি। কী আর বলার আছে!’

১৩ ম্যাচে টানা তৃতীয় ও সব মিলিয়ে দশম জয় পাওয়া চট্টগ্রাম আবাহনী ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও শক্ত করেছে। ষষ্ঠ হারের স্বাদ পাওয়া মোহামেডান ১৭ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে।

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মারামারি কাণ্ডে মাঠ ছাড়ল মোহামেডান, জয়ী ঘোষণা আবাহনীকে
এক ম্যাচেই ৭ উইকেট শিকার, যা বললেন রনি
চট্টগ্রাম আবাহনীকে উড়িয়ে বসুন্ধরার বিশাল জয়
মোস্তাফিজের চেন্নাইয়ের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
X
Fresh