• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

টি-টেন লিগের ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক

  ১৮ নভেম্বর ২০১৭, ১৩:৪২

ক্রিকেটের সবচেয়ে নতুন আর সংক্ষিপ্ত সংস্করণ টি-টেন। প্রথমবারের মতো আয়োজনটি হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই)। এরইমধ্যে টি-টেন ক্রিকেট লিগের সব দলের ক্রিকেটারদের নাম ঘোষণা করা হয়েছে।

আয়োজক কতৃপক্ষ জানিয়েছে, আয়োজনের সবকটি ম্যাচ শারজাহ স্টেডিয়ামে হবে। আগামী মাসের ১৪ থেকে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি শুরু হবে। চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। এতে মোট ছয়টি দল অংশ নেবে।

সবচেয়ে আকর্ষণীয় ও নতুন বিষয়টি হচ্ছে প্রত্যেকটি ম্যাচ নির্ধারীত সময় সীমা রয়েছে। ৯০ মিনিট পর্যন্ত চলবে ম্যাচগুলো।

বাংলাদেশের হয়ে ক্রিকেটের নতুন এ আসরটি মাতাবেন সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমান। যথাক্রমে কেরালা কিংস, পাখতুন স্কোয়াড ও বেঙ্গল টাইগার্সের হয়ে খেলবেন তারা।

ভারতের পক্ষ থেকে একজন ক্রিকেটার এতে অংশ নিচ্ছেন। টুর্নামেন্টের দল মারাঠা এরাবিয়ান্সের আইকন হিসেবে থাকছেন সাবেক ওপেনার বিরেন্দ্র শেবাগ।

পাকিস্তানের শোয়েব মালিক, শহিদ আফ্রিদি ও সরফরাজ আহমেদ পৃথক তিনটি দলের আইকন। অন্যদিকে ইংলিশ ব্যাটসম্যান ইয়ন মরগান কেরালা কিংসের আইকন হিসেবে রয়েছেন।

একনজরে টি-টেন টুর্নামেন্টের দল

কেরালা কিংস:

ইয়ন মরগান (আইকন), সাকিব আল হাসান, চ্যাদউইক ওয়ালটন, কাইরন পোলার্ড, রায়ান টেন ডেসকাট, বাবর হায়াত, রোহান মুস্তফা (ইউএই), পল স্টারলিং, নিকোলাস পুরান, সোহেল তানভির, লিয়াম প্লাঙ্কেট, ওয়াব রিয়াজ, স্যামুয়েল বদ্রি, রিয়াদ এমরিত ও ইমরান হায়দার (ইউএই)।

পাখতুন স্কোয়াড:

শহিদ আফ্রিদি (আইকন), তামিম ইকবাল, ফখর জামান, ডোয়াইন স্মিথ, আহমেদ শেহজাদ, নাজিবুল্লাহ জাদরান, আমজাদ জাভেদ (ইউএই), মোহাম্মদ নাবী, সাকলাইন হায়দার (ইউএই), লিয়াম ডসন, জুনায়েদ খান, মোহাম্মদ ইরফান, সোহাইল খান, উমর গুল ও শাহিন শাহ আফ্রিদি।

বেঙ্গল টাইগার্স:

সরফরাজ আহমেদ (আইকন), মুস্তাফিজুর রহমান, রোভম্যান পাওয়েল, মোহাম্মদ নওয়াজ, রামিজ শাহজাদ (ইউএই), ড্যারেন স্যামি, ড্যারেন ব্রাভো, রায়ান ম্যাকলরেন, সুনীল নারাইন, আন্দ্রে ফ্লেচার, জনসন চার্লস, রুম্মন রইস, আনোয়ার আলি, হাসান খান ও মোহাম্মদ নাভিদ (ইউএই)।

মারাঠা অ্যারাবিয়ানস:

বিরেন্দর শেবাগ (আইকন), কুমার সাঙ্গাকারা, অ্যালেক্স হেলস, লেনপল সিমনস, কামরান আকমল, রিলে রুশো, রুস হোয়াইটল, শাইমান আনোয়ার (ইউএই), ইমাদ ওয়াসিম, রিওলোফ ভ্যান দার ম্যারওয়ে, জহুর খান (ইউএই), মোহাম্মদ আমির, মোহাম্মদ সামি, হারদুস ভিজোলেন ও ওয়েন পারনেল।

পাঞ্জাব লিজেন্ডস:

শোয়েব মালিক (আইকন), উমর আকমল, মিসবাহ উল হক, লুক রনকি, গুলাম শাব্বির (ইউএই), কার্লোস ব্র্যাথওয়েট, ফাহিম আশরাফ, আবদুল রাজ্জাক, শরিফ আসাদুল্লাহ (ইউএই), হাসান আলি, ক্রিস জর্ডান, আদিল রশিদ, রঙ্গনা হেরাত, দৌলত জাদরান ও উসামা মীর।

টিম শ্রীলঙ্কা ক্রিকেট:

দিনেশ চান্দিমাল (আইকন), লাহিরু থিরিমানে, দিলশান মুনারাউইরা, কিথুরুওয়ান ভিথানাগে, অ্যাঙ্গেলো জয়াসিংহে, থিসারা পেরারা, নিপুণ কারুনানায়েক, অ্যাঙ্গেলো পেরারা, সিহান জয়সুরিয়া, আলানঙ্কারা আসানকা, ওয়ানিদু হাসারাঙ্গা, কাসুন মাধুসাঙ্কা, দুশমান্থা চামিরা, বিশ্ব ফারনানন্দো, স্বচিত্র সেনানায়েক ও জেফরি ভানডেরসেভভ

ওয়াই / এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh