• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

রোনালদোকে বিক্রি করে দেন: জিদান

স্পোর্টস ডেস্ক

  ১৮ নভেম্বর ২০১৭, ১৩:৩৯

রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুমের অবস্থা খুবই শোচনীয়। বিশেষ করে দলের ব্যর্থতা নিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর মন্তব্যের পর তাতে থমথমে অবস্থা বিরাজ করছে। কোনোভাবেই তা স্বাভাবিক হচ্ছে না। এতে সিআরসেভেনের ওপর বেজায় চটেছেনে রিয়াল কোচ জিনেদিন জিদান। এতটাই খেপেছেন যে, দলের প্রাণভোমরাকে বিক্রি করে দিতে ক্লাব কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি তুলেছেন তিনি।

বড় দুঃসময় যাচ্ছে রিয়াল মাদ্রিদের। লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে রয়েছে। চ্যাম্পিয়নস লিগেও জয়রথ থেমেছে। চলতি সপ্তাহের শুরুতে টটেনহামের কাছে হেরে গেছে। এতে মর্যাদার ইউরোপিয়ান লিগে নিজেদের গ্রুপে রানার্সআপ হওয়ার শঙ্কায় পড়েছে লস ব্লাঙ্কোজরা। এ পরিস্থিতির জন্য সবাই দায়ী করছেন রোনালদোকে। তার অফফর্মের কারণেই আজ দলের এ অবস্থা।

তবে রিয়াল সুপারস্টার বলেছেন ভিন্ন কথা। সম্প্রতি তিনি বলেন, ‘গেলো গ্রীষ্মে দলবদল মৌসুমে রিয়াল ছেড়ে গেছেন রক্ষণভাগের অতন্দ্র প্রহরী ডিফেন্ডার পেপে, মাঝমাঠের কারিগর আলভারো মোরাতা ও আক্রমণভাগের অন্যতম কর্ণধার হামেশ রদ্রিগেজ। তারা চলে যাওয়ায় অনভিজ্ঞ হয়ে পড়েছে দল। মাঠে তারই প্রতিফলন ঘটছে। তরুণ খেলোয়াড়েরা সেভাবে জ্বলে উঠতে পারছেন না। আমাকে যোগ্য সমর্থন দিতে ব্যর্থ হচ্ছেন। মূলত এ কারণেই দলের ভরাডুবি ঘটছে।’

রোনালদোর এমন কথাবার্তায় রাগে-ক্ষোভে দাউদাউ করে জ্বলছেন জিদান। এবার তিনি স্পষ্টটই জানিয়ে দিলেন, ‘আমাদের দল দুর্বল নয়। হতে পারে একটু অনভিজ্ঞ। নিজের ব্যর্থতা আড়াল করতেই এসব যুক্তি উপস্থাপন করছে সে। এটি কোনো অযুহাত হতে পারে না।’

শুধু জিদান নন, পর্তুগিজ যুবরাজের এমন মন্তব্যের পর রাগে ফুঁসছেন রিয়াল অধিনায়ক সার্জিও রামোসও। তিনি বলছেন, ‘রোনালদো যেসব কথা বলেছে তা দলের জন্য ভয়াবহ ক্ষতিকর। তার এসব কথাবার্তা দলে ভাঙনের সৃষ্টি করছে। মানসিকভাবে সবাই পিছিয়ে যাচ্ছে। আত্মবিশ্বাসহীনতায় ভুগতে শুরু করেছে।’

স্প্যানিশ সংবাদ মাধ্যম দিয়ারিও গোল তো সরাসরি দাবি করে বসেছেন, ‘রোনালদোকে বিক্রি করে দিতে রিয়াল কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি করেছেন জিদান। তাতে রামোসেরও সমর্থন রয়েছে। সমর্থন দিয়েছেন দলের অধিকাংশ খেলোয়াড়ও।’

বেতন-ভাতাদি নিয়ে সন্তুষ্ট না হওয়ায় কিছুদিন আগেই রিয়াল ছাড়ার হুমকি দিয়েছেন রোনালদো। বার্সেলোনায় মেসি ও পিএসজিতে নেইমার তার চেয়ে কয়েকগুণ বেশি বেতন পান। তাদের মতো খেলোয়াড় হয়েও ন্যায্য বেতন না পাওয়ায় আগামী মৌসুমে বার্নাব্যু ছাড়ার হুমকি দিয়েছেন পর্তুগিজ উইঙ্গার। ডন ব্যালনও জানাল, ওই সময়ে তাকে বিক্রি করে দেয়ার জোরালো দাবি তুলেছেন জিদানরা।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোনালদোর পাওনা ১১৩ কোটি টাকা দিতে জুভেন্টাসকে নির্দেশ
এবার জোড়া দুঃসংবাদ পেলেন রোনালদো
রোনালদোর লাল কার্ড, সেমি থেকে বিদায় আল-নাসরের
রোনালদোর হ্যাটট্রিকে নাসরের আরেকটি গোল উৎসব
X
Fresh