• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

দুপুরে ঢাকা-রাজশাহী, সন্ধ্যায় রংপুর-কুমিল্লা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ নভেম্বর ২০১৭, ০৮:৪৭

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আজ শনিবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস। অন্যদিকে দিনের দ্বিতীয় খেলায় মাঠে নামবে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানস।

মীরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুপুর ১ টায় নামবে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ও গেলো আসরের রানার্স আপ রাজশাহী।

পাঁচ ম্যাচে তিন জয় নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নেতৃত্বাধীন ঢাকা। অন্যদিকে শেষ ম্যাচে সিলেট সিক্সার্সকে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে ড্যারেন স্যামির রাজশাহী।

প্রথম দুই ম্যাচ হারের পর তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পায় স্যামি-মুশফিকরা। পরের ম্যাচে আবোরো হার। তবে পঞ্চম ম্যাচে এসে সিলেটকে হারিয়ে জয়ের ধারায় ফিরে দলটি। অন্যদিকে প্রথম ম্যাচে হারলেও টানা তিন জয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে ঢাকা। তবে খুলনার বিপক্ষে ম্যাচে কষ্ট করেই জিততে হয়েছে টিম ডায়নামাইটসকে। সে ম্যাচ জয়ের অন্যতম নায়ক ছিলেন জহুরুল ইসলাম। শুক্রবার অনুশীলনের ফাঁকে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। জানিয়েছেন, জয়ের ধারা ধরে রাখতে মরিয়া তার দল।

দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৬টায় মাশরাফি বিন মুর্তজার রংপুরের প্রতিপক্ষ ও মোহাম্মদ নবীর কুমিল্লা।

তিন ম্যাচে এক জয় দুই হারে টেবিলের তলানিতে রংপুর রাইডার্স। তবে এ ম্যাচে নামছেন টি-টোয়েন্টির দুই মহা নক্ষত্র ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককালাম।

ধারণা করা হচ্ছে দুই তারকা এক সঙ্গে ওপেন করবেন। কেমন হবে তাদের জুটি। ২০০৯ সালের আইপিএলে ম্যাককালামের সঙ্গে জুটি বেধে ওপেনিংয়ে নেমেছিলেন গেইল। তবে এক সঙ্গে নজরকাড়া পারফর্মেন্স দেখাতে পারেননি তারা।

এ নিয়ে অনুশীলনের পর গেইল বলেন, ফের বিপিএলে প্রতিনিধিত্ব করতে এসেছি। সবাই আমার কাছে প্রত্যাশা করে চার ছক্কার মার। আমারও চেষ্টা থাকবে তাদের বিনোদন দেয়ার। রংপুরের হয়ে শুরুটা ভালো করতে চাই।

ম্যাককালামের সঙ্গে ভালোই জমবে আশা প্রকাশ করে গেইল বলেন, এর আগেই আইপিএলে আমরা এক সঙ্গে খেলেছি। আমাদের দুজনের ভাবনা একই। খেলার পরিকল্পনা নিয়ে আমাদের কাজ করতে হবে। ম্যাককালাম এবং আমার মধ্যে প্রমাণ করার মতো কিছু নেই। এখানে কেবল পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে উপভোগ করে আমরা খেলতে এসেছি। যদি কোনো বিশেষ বোলারের বিপক্ষে ভালো খেলতে হয় আমরা সেটাই চেষ্টা করবো।

ওয়াই/এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ সময়ের রোমাঞ্চে ফর্টিসকে রুখে দিলো আবাহনী
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
X
Fresh