• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মেসিকে নিয়ে ম্যানসিটির পরিকল্পনা ফাঁস করলেন রবিনহো

স্পোর্টস ডেস্ক

  ১৭ নভেম্বর ২০১৭, ১৫:২০

২০০৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন রবিনহো। ইংলিশ ক্লাবটির হয়ে খেলেছেন ২০১০ পর্যন্ত। এসময়ে নানা পরিকল্পনা এঁটেছিল সিটিজেনরা। দীর্ঘ ৭ বছর পর তা ফাঁস করে দিলেন ব্রাজিল প্লে-মেকার।

ডেইলি মেইলকে রবিনহো বললেন, ‘ম্যানসিটিতে আমি প্রায় বছর দুয়েক ছিলাম। ওই সময়ে নানা পরিকল্পনা হাতে নিয়েছিল ক্লাবটি। এর মধ্যে অন্যতম ছিল লিওনেল মেসি ও কাকাকে দলে ভেড়ানো। কারণ, বড় দল গড়তে চেয়েছিল সিটিজেনরা।’

তিনি বলেন, ‘ওই সময় ক্লাবটির মালিক ছিলেন সংযুক্ত আরব আমিরাতের ধনকুবের শেখ মনসুর। তিনি ম্যানসিটিকে বিশ্বের অন্যতম সেরা দল হিসেবে দেখতে চেয়েছিলেন। এর অংশ হিসেবে মেসি ও কাকাকে দলে ভেড়াতে চেয়েছিলেন। ব্রাজিলিয়ান সেনসেশনের সঙ্গে আলোচনা অনেক দূর এগিয়েছিল। তবে আর্জেন্টাইন যুবরাজ নাগালের বাইরে ছিলেন।’

তখন ভালো দল গড়া সম্ভব না হলেও এখনকার দলটি বেশ মানসম্মত বলে মনে করেন রবিনহো, ‘আমার সময়েই সিটি কর্তৃপক্ষ শক্তিশালী দল গড়তে চেয়েছিল। তবে নানা প্রতিবন্ধকতায় তা খুব একটা সম্ভব হয়নি। কিন্তু এখনকার দলটি দেখেন। তাদের রয়েছে পেপ গার্দিওলার মতো কোচ। আগুয়েরো-জেসুসদের মতো তারকা খেলোয়াড়। তারা এখন যেকোনো দলকে হারাতে পারে। মনসুরই প্রথম সেই স্বপ্নটা দেখেছিলেন।’