• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আমি রোবট নই, আমারও বিশ্রাম দরকার: কোহলি

স্পোর্টস ডেস্ক

  ১৬ নভেম্বর ২০১৭, ১১:১৪

২০১৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলির চেয়ে বেশি বল কোনো ক্রিকেটারই মোকাবেলা করেননি। এসময়ে তিনি মোকাবেলা করেছেন ৪ হাজার ৮০৩ বল। তাই ক্লান্তি আসাটা স্বাভাবিক। সেই ক্লান্তি সারতেই ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে বিশ্রাম চেয়েছিলেন ভারতীয় অধিনায়ক। তা বিবেচনা করে আজ থেকে শুরু হওয়া ৩ ম্যাচ সিরিজের শেষ টেস্টে তাকে বিশ্রাম দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এতে বেজায় খ্যাপা সমালোচকরা। যে যার মতো করে তাকে ধুয়ে দিচ্ছেন।

অবশেষে তাদের সমালোচনার জবাবে মুখ খুললেন ব্যাটিং জিনিয়াস, ‘একটি ম্যাচে ১১ জন খেলোয়াড় খেলেন। কিন্তু সবাই দীর্ঘক্ষণ ব্যাট করেন না। দীর্ঘক্ষণ টানা এভাবে ব্যাট করলে ক্লান্তি পেয়ে বসে। এতে শরীর কাজ করে না। ঠিকমতো আউটপুটটাও দেয়া যায় না। সঙ্গত কারণে বিশ্রাম দরকার।’

কোহলি বলেন, ‘দৃষ্টান্ত হিসেবে সবাই আমার সামনে আরেকজনকে দাঁড় করিয়ে দিচ্ছেন। বলছেন, তিনিও তো টানা ৪০ বা এর চেয়ে বেশি ম্যাচ খেলেছেন। কিন্তু তারা কখনো খেয়াল করেন না- উনি কতক্ষণ আর আমি কতটা সময় ক্রিজে থেকেছি, রানের জন্য দৌড়েছি, বিরূপ পরিস্থিতি মোকাবেলা করেছি, প্রতিকূল কন্ডিশনে খেলেছি। এতে শরীরের ওপর দিয়ে কি পরিমাণ ধকল গেছে।’

ভারত দলের ৩ ফরম্যাটেরই অধিনায়ক বিরাট। প্রায় ১ বছরেরও অধিক সময় ধরে সব ফরম্যাটে অধিনায়কত্বের চাপও তাকে সহ্য করতে হয়। দল নির্বাচন, মাঠে সিদ্ধান্ত নিতে পালন করতে হয় অগ্রণী ভূমিকা। এতে মানসিকভাবে বাড়তি ধকল পোহাতে হয়। যা পরোক্ষভাবে শরীরের ওপরই প্রভাব ফেলে।

মাস্টার ব্লাস্টার বলেন, ‘অবশ্যই আমার বিশ্রাম দরকার। ক্লান্তি ও অবসাদ থেকে মুক্তি পেতেই তা দরকার। আমি তাই চেয়েছি। আমি রোবট নই। যখন যেভাবে চাইবেন, সেভাবে কাজ করবে। রক্তে-মাংসে গড়া মানুষই।’

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কলকাতাকে হারাতে জার্সি বদল কোহলিদের
বিশ্বকাপে ওপেনিংয়ে রোহিতের সঙ্গী কোহলি!
অনিশ্চয়তায় কোহলিদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ!
বাটলারে ম্লান কোহলির সেঞ্চুরি, রাজস্থানের চারে চার
X
Fresh