• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

কুমিল্লার সামনে চিটাগাংয়ের মাঝারি টার্গেট

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ নভেম্বর ২০১৭, ১৯:৪৯

দিনের প্রথম ম্যাচে ব্র্যাথওয়েট-পোলার্ড-জহুরুলের ঝড়ো ব্যাটিং দেখে মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা। দ্বিতীয় ম্যাচেও এমন কিছুই দেখতে চেয়েছিলেন তারা। কিন্তু সেরকম কিছুই হলো না। কুমিল্লার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪ উইকেট হারিয়ে ১৪০ রানের মাঝারি টার্গেট দিয়েছে চিটাগাং ভাইকিংস।

আজ মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে মিরপুরে মুখোমুখি হয় কুমিল্লা ভিক্টোরিয়ানস ও চিটাগাং ভাইকিংস। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কুমিল্লা। ভিক্টোরিয়ানস সমর্থকদের জন্য সুসংবাদ হলো ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।

ব্যাটিংয়ে নেমে দারুন সূচনা করেন চিটাগাংয়ের দুই ওপেনার লুক রনকি ও সৌম্য সরকার। স্কোরবোর্ডে ৫ ওভারেই ৪৬ রান তোলেন এ দুই ব্যাটসম্যান। এই জুটিকে আর বড় করতে না দিয়ে ব্রেক থ্রু এনে দেন মোহাম্মদ সাইফুদ্দিন। দলীয় ৪৬ রানে রনকিকে (৩১) সরাসরি এলবির ফাঁদে ফেলে প্যাভিলিয়নে পাঠান তিনি। অপরপ্রান্তে সৌম্য এগিয়ে যেতে থাকেন। দলীয় ৮৩ রানে নবীর বলে ব্যক্তিগত ৩০ রানে ফেরেন সৌম্য। মুনাবিরা (১৯) ও সিকান্দার রাজা (২০) পরে রশিদ খান এবং ব্রাভোর শিকারে পরিণত হন।

পরে অধিনায়ক মিসবাহ ও ক্রিস জর্ডান দলকে এগিয়ে নেন। শেষ পর্যন্ত মিসবাহ (১৬) ও জর্ডান (১৬) রানে অপরাজিত থাকেন।

কুমিল্লার পক্ষে নবী, সাইফুদ্দিন, রশিদ খান, ব্রাভো একটি করে উইকেট পান।

এএ/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ সময়ের রোমাঞ্চে ফর্টিসকে রুখে দিলো আবাহনী
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
X
Fresh