• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নেইমার সম্পর্কে খেলোয়াড়দের সতর্ক করলেন ইংল্যান্ড কোচ

স্পোর্টস ডেস্ক

  ১৪ নভেম্বর ২০১৭, ১৬:৫৮

রাশিয়া বিশ্বকাপের প্রাক-প্রস্তুতি হিসেবে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত ২টায়। এ ম্যাচ নিয়ে চিন্তা গ্রাস করেছে ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেটকে। যেন ঘুমই হারাম হয়ে গেছে তার। বিশেষ করে কোনোমতেই নেইমারভীতি কাটছে না এ জাঁদরেল কোচের। তাই হার এড়াতে ও ফলাফল নিজেদের পক্ষে আনতে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে নিয়ে দলের খেলোয়াড়দের বাড়তি সতর্ক থাকতে বললেন তিনি।

সাউথগেটের মতে, ‘বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি তারকা নেইমার। এ গ্রহে ২২২ মিলিয়ন ইউরো মূল্যের একমাত্র খেলোয়াড় সে। ও যেকোনো সময় রূদ্রমূর্তি ধারণ করতে পারে। সামান্য ফাঁক-ফোঁকর পেলেই প্রতিপক্ষের সর্বনাশ করে ফেলবে। সঙ্গত কারণে তাকে বাড়তি নজরে রাখতে হবে।’

ব্রাজিল সেনসেশনকে আটকানোর কৌশলও এঁটে রেখেছেন ইংল্যান্ড কোচ। তিনি বলেন, ‘দুঃশ্চিন্তার কিছু নেই। আমরা তাকে বোতলবন্দি করে রাখতে বিশেষ পরিকল্পনা ফেঁদেছি। আমাদের খেলোয়াড়েরা তা সুচারুরূপে বাস্তবায়ন করতে পারবে বলে মনে করছি।’

এরই মধ্যে একটি করে প্রীতি ম্যাচ খেলে ফেলেছে দু’দল। জার্মানির সঙ্গে ইংল্যান্ড গোলশূন্য ড্র করলেও জাপানের বিপক্ষে ৩-১ গোলের দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে ব্রাজিল। সেই ম্যাচে নেইমারের পারফরম্যান্স ছিল নজরকাড়া। তাছাড়া বিশ্বরেকর্ড ট্রান্সফার ফিতে পিএসজিতে ভেড়ার পর থেকে দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন তিনি। তার সাম্প্রতিক পারফরম্যান্সই ভাবাচ্ছে সাউথগেটকে।

থ্রি-লায়ন্স কোচ বলেন, ‘কোনো সন্দেহ নেই বর্তমানে ফর্মের তুঙ্গে আছে ব্রাজিল। দারুণ ফর্মে আছে নেইমারও। তাদের মোকাবেলা করা আমাদের খেলোয়াড়দের পক্ষে চ্যালেঞ্জ হবে। চ্যালেঞ্জ হবে নেইমারকে মার্ক করে রাখা।’

ল্যাতিন আমেরিকা অঞ্চল থেকে সবার আগে রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। বাছাইপর্বে ১৮ ম্যাচ খেলে হেরেছে মাত্র ১ ম্যাচ। পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা উরুগুয়ের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে থেকে ২০১৮ বিশ্বকাপের চূড়ান্ত পবে খেলার ছাড়পত্র পায় তিতের দল।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিস্ময়–বালক এনদ্রিকের গোলে ইংল্যান্ডকে হারাল ব্রাজিল
রাতে মাঠে নামছে ব্রাজিল
নেইমারের মাঠে ফেরা নিয়ে যা বললেন চিকিৎসক লাসমার
আবার মেসির সঙ্গে খেলতে চান নেইমার
X
Fresh