• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পন্টিংয়ের সেরা একাদশে উপমহাদেশের ৩ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক

  ১৩ নভেম্বর ২০১৭, ১২:০২

ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার রিকি পন্টিং। দীর্ঘদিন অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দিয়েছেন। ২০০৩ ও ২০০৭ সালে পর পর দুই বার বিশ্বকাপ ট্রফি ঘরে নিয়েছেন।

ওয়ানডে ও টেস্টে দলের হয়ে সবচেয়ে বেশি রান। পাশাপাশি দুই ফরম্যাট মিলিয়ে ৭১টি সেঞ্চুরির মালিক তিনি। ইতিহাসে স্যার ডন ব্রাডম্যানের পরে তার নাম নেয়া হবে চিরকাল।

দুটি বিশ্বকাপ, আইসিসি প্লেয়ার অব দ্য ইয়ার (২০০৬, ২০০৭), আইসিসি টেস্ট প্লেয়ার অব দ্য ইয়ার (২০০৩, ২০০৪, ২০০৭) জেতেন তিনি।

অন্যদিকে তাকে ওয়ান ডে প্লেয়ার অব দ্য ইয়ার (২০০২) ও অ্যালান বর্ডার মেডেলে (২০০৪, ২০০৬ ২০০৭, ২০০৯) ভূষিত করা হয় পান্টারকে।