• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

পিএসএল মাতাবেন চার টাইগার

স্পোর্টস ডেস্ক

  ১২ নভেম্বর ২০১৭, ২০:৩৬

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) জন্য বিদেশি ও পাকিস্তানি ৫০১ জন ক্রিকেটার নিয়ে প্লেয়ার ড্রাফ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ থেকে টি-টোয়েন্টির এ জমকালো আয়োজন মাতাবেন চার ক্রিকেটার। তৃতীয় আসরে ওপেনার তামিম ইকবালকে ফের দলে ভিড়িয়েছে আগের দল পেশোয়ার জালমি। আর তরুণ পেস তারকা মুস্তাফিজুর রহমানকে নিজেদের করে নিয়েছে লাহোর কালান্দার্স।

রোববার লাহোরে অনুষ্ঠিত পিএসএলের প্লেয়ার ড্রাফটে যোগ দেন ছয়টি দলের কর্তাব্যক্তিরা। দলগুলো হলো পেশোয়ার জালমি, কোয়েটা গ্লাডিয়েটরস, ইসলামাবাদ ইউনাইটেড, লাহোর কালান্দার্স, করাচি কিংস ও মুলতান সুলতানস।

তামিম ও মুস্তাফিজ দুইজনই ডায়মন্ড ক্যাটাগরির খেলোয়াড় হিসেবে যোগ দিচ্ছেন। এই ক্যাটাগরির খেলোয়াড়দের মূল্য নির্ধারণ করা হয়েছে ৮০ হাজার ইউএস ডলার।

বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ধরে রাখে পেশোয়ার। গেলো আসরে তামিম এ দলটির হয়েই খেলেছিলেন। তাকে ছেড়ে দিয়ে ফের দলে নেয়া হলো আজ।