• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

১৯৭০ সালে ফিরে যাচ্ছে রাশিয়া!

স্পোর্টস ডেস্ক

  ১০ নভেম্বর ২০১৭, ১৪:৪২

মনে আছে টেলস্টারের কথা? অনেকেই হয়তো সেটির কথা ভুলে গিয়েছিলেন। তবে ফিফা যেন কোনোভাবেই এটিকে ভুলতে দিতে চান না। তাই ফের বলটির কথা মনে করিয়ে দিতে অভিনব পদক্ষেপ হাতে নিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

১৯৭০ সালে ব্রাজিলের তৃতীয় বিশ্বকাপজয়ী ম্যাচেন বল টেলস্টার। নতুন রূপে সাদা-কালো রংয়ের ঐতিহাসিক বলটি ‘টেলস্টার ১৮’ নামে রাশিয়া বিশ্বকাপে আবির্ভাব ঘটছে। বলটি দিয়েই খেলা হবে পুরো বিশ্বকাপ। বৃহস্পতিবার বলটিকে জনসম্মুখে প্রকাশ করে ফিফা।

বিশ্বকাপ শুরুর ৭ মাস আগেই তৈরি হয়ে গেল এর ম্যাচ বল। শুরুতেই বলটিতে পা ছুঁয়েছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। উন্মোচন পর্ব অনুষ্ঠানে তার সমর্থনও পেয়েছে ‘আইকনিক’ বলটি। বার্সেলোনার আর্জেন্টিনা ফরোয়ার্ড বলেন, ‘বেশ আগে এ বলের সঙ্গে পরিচয় হলো, আমি খুব সৌভাগ্যবান। এটার সবকিছু পছন্দ করেছি আমি: নতুন নকশা, নতুন রঙ, সবকিছু।’

১৯৬৮ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে প্রথমবার ব্যবহার করা হয়েছিল টেলস্টার। আগামী বছর এ বল তৈরির ৫০ বছর হতে যাচ্ছে। এ কারণেই ঐতিহাসিক বলকে রাশিয়া বিশ্বকাপে নতুন করে ফেরালো খেলাধুলার সামগ্রী প্রস্তুতকারী বিশ্বের বৃহৎ প্রতিষ্ঠান অ্যাডিডাস।

১৯৭৪ সালে পশ্চিম জার্মানি বিশ্বকাপে ‘টেলস্টার ডার্লাস্ট’ নামে সর্বশেষ এ বলের ব্যবহার হয়েছিল। সাদা-কালো টেলিভিশনে দেখার উপযোগী করে তৈরি হয়েছিল বলটি। ওই সময় একে বলা হতো ‘স্টার অব টেলিভিশন’। তারপর নানা সংশোধন, পরিবর্ধন ও পরিমার্জনের মধ্য দিয়ে বলটির নামকরণ হয় ‘টেলস্টার’।

এদিন ছোট্ট মঞ্চে বলের পরীক্ষা নিয়েছেন জিনেদিন জিদান, জাভি আলোনসো, দেল পিয়েরো, কাকা, লুকাস পোডলস্কি। তারা সবাই সন্তুষ্ট। বোঝা যাচ্ছে, ২০১০ সালের বিশ্বকাপ বল জাবুলানির মতো টেলস্টার ১৮ কোনো বিতর্কের মুখোমুখি হচ্ছে না।

এএ/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসির আগমন নিয়ে যা বললেন পাপন
পাঁচ গোল করে ভাইরাল মেসি পুত্র
মেসির ঝলকে মায়ামির জয়
মেসি গোল পেলেও জেতেনি ইন্টার মায়ামি
X
Fresh