• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

সিলেটের জয়ের হ্যাটট্রিক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ নভেম্বর ২০১৭, ২৩:২১

ক্যাপ্টেন হিসেবে জয়ের হ্যাটট্রিক গড়লেন নাসির হোসেন। সেই সঙ্গে সিলেট সিক্সার্সও। এবারের বিপিএলে টানা তিন ম্যাচ জিতে শীর্ষে অবস্থান করছে সিলেট। যদিও দলটিকে নিয়ে কারো তেমন মাথাব্যথা ছিল না। তবে ইতোমধ্যেই সব দলের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন তারা।

আগের দুটি ম্যাচেই টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন নাসির হোসেন। কিন্তু নিজেদের তৃতীয় ম্যাচে এসে টস ভাগ্যে হেরে যায় সিলেট। ব্যাটসম্যানদের দাপটে রাজশাহী কিংসের সামনে পাহাড়সম রান দাঁড় করিয়েছেন তারা।

নাসিরের দলের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজশাহী অধিনায়ক ড্যারেন স্যামি। আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৫ রান তোলে সিলেট।

ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু এনে দেন সিলেটের দুই ওপেনার আন্দ্রে ফ্লেচার আর উপুল থারাঙ্গা। নিজেদের আগের দুই ম্যাচেও সিলেটকে উড়ন্ত সূচনা দিয়েছিলেন এই দুই ওপেনার। ওপেনিং জুটি থেকে এই ম্যাচে তারা তুলে নেন ১০১ রান। রানআউট হয়ে বিদায় নেন আন্দ্রে ফ্লেচার। সাজঘরে ফেরার আগে ৩০ বলে ৫টি চার আর তিনটি ছক্কায় তিনি করেন ৪৮ রান।