• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ফিজের অপেক্ষায় স্যামি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ নভেম্বর ২০১৭, ১৯:৪৪

মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের পেস বলের সেনসেশন। বিশ্বক্রিকেটে এর মধ্যেই নিজের প্রতিভার বিকাশ ঘটিয়েছেন। যার কাটারে পুরোপুরি পর্যুস্ত বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যান। ইনজুরিতে পড়ে হারিয়ে যাচ্ছেন বাংলাদেশের তরুণ এ তুর্কি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেললেও গতবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মিস করেন তিনি। গেলো বারের মতো নিজ দেশের ক্রিকেট উত্তেজনার এ আসর ফের মিস করেছেন।

গতবার ছিলেন ঢাকা ডায়নামাইটসে। কিন্তু ডাগআউটে বসেই সময় কাটাতে হয়েছে। দর্শকসারিতে বসে দেখতে হয়েছিল পুরো বিপিএলের খেলা। এবার তাকে এ প্লাস (আইকন) ক্যাটাগরিতেই রাখা হয়েছিল। নিজেদের আইকন হিসেবে বরিশাল বুলস মুস্তাফিজকে বাছাই করে নিয়েছিল; কিন্তু আর্থিক সমস্যার কারণে এবারের আসর থেকে বরিশাল বুলসকে অংশগ্রহণ থেকে বিরত রাখা হয়। ফলে আইকন হলেও অন্যদের মতো প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে রাজশাহী কিংসে নাম লেখান বাংলাদেশের এ কাটার মাস্টার।

কিন্তু দুর্ভাগ্য আফ্রিকায় ওয়ানডে সিরিজ চালাকালীনই অনুশীলনের সময় ইনজুরিতে পড়েন মোস্তাফিজ। সুতরাং, সিরিজের মাঝপথেই ফিরে আসতে হয়েছিল দেশে। শুধু দেশে ফিরে আসাই নয়, বিপিএলের প্রথম অংশেও তাকে থাকতে হচ্ছে দর্শকদের আসনে। নিজ দল রাজশাহী যখন সিলেটে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন, তখন মোস্তাফিজ রিহ্যাব করছেন বাংলাদেশ ক্রিকেটি বোর্ড (বিসিবি) একাডেমিতে।

নিজেদের প্রথম ম্যাচে রংপুরের কাছে হারার পর মুস্তাফিজের অভাব ভালোভাবেই অনুধাবন করতে পেরেছেন রাজশাহীর অধিনায়ক স্যামি। তিনি নিজেও মনে করেন, হয়তো মুস্তাফিজ ফিরলে দলের চেহারা বদলে যাবে।