• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কুমিল্লার টার্গেট ১৪৪

স্পোর্টস ডেস্ক

  ০৭ নভেম্বর ২০১৭, ১৬:১৬

একদিন বিরতির পর ফের মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েচিল চিটাগাং ভাইকিংস ও কুমিল্লা ভিক্টোরিয়ানস। এতে প্রথমে ব্যাট করে কুমিল্লাকে ১৪৪ রানের টার্গেট দিয়েছে চিটাগাং।

মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে চিটাগাংকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান কুমিল্লা অধিনায়ক মোহাম্মদ নবী। প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা করেন চট্টলার দুই ওপেনার সৌম্য সরকার ও লুক রনকি। তবে তারা ফিরে গেলে আর কেউ সেভাবে মাজা সোজা করে দাঁড়াতে পারেনি। মিডল অর্ডারের ব্যর্থতায় শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান করে মিসবাহ বাহিনী।

দলের হয়ে ২১ বলে ৪ চার ও ৩ ছক্কায় সর্বোচ্চ ৪০ রান করেন লুক রনকি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান করেন আইকন ক্রিকেটার সৌম্য সরকার। দিলশান মুনাবিরার ব্যাট থেকে আসে ২২ রান। সিকান্দার রাজা ১৩ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন।

এদিন কুমিল্লা ভিক্টোরিয়ানসের সেরা বোলার মোহাম্মদ সাইফুদ্দিন। তিনি শিকার করেছেন ৩ উইকেট। ডোয়াইন ব্রাভো নিয়েছেন ২ উইকেট। আল-আমিন হোসেন ও মোহাম্মদ নবী ১টি করে উইকেট নিয়েছেন।