• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আইপিএল নিলামে বাজির ঘোড়া কলিন মানরো!

স্পোর্টস ডেস্ক

  ০৬ নভেম্বর ২০১৭, ২১:৫৭

কলিন মানরোর যোগ্যতা-দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন তোলার অবকাশ নেই। ব্যাটকে তলোয়ার বানিয়ে যেমন বোলারদের কচুকাটা করতে পারেন, তেমন বল হাতে কাঁপিয়ে দিতে পারেন প্রতিপক্ষ ব্যাটসম্যানের বুক। এমন তুখোড় খেলোয়াড়ই তো হবেন কোনো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টের নিলামে বাজির ঘোড়া! তাই না? এবার হয়তো বাস্তবে তাই ফলতে যাচ্ছে। ২০১৮ আইপিএল নিলামে বাজির ঘোড়া হতে যাচ্ছেন এ কিউই অলরাউন্ডার। এমনটাই ভবিষ্যদ্বাণী করছেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের শীর্ষ বিশ্লেষকরা।

বর্তমানে চলছে ভারত-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ। ৩ ম্যাচ সিরিজে ১-১ ব্যবধানে সমতা রয়েছে। প্রথম ম্যাচ জিতে এগিয়ে যায় বিরাট বাহিনী। আর দ্বিতীয় ম্যাচ জিতে সমতায় ফেরে কেন উইলিয়ামসন বাহিনী। রাজকোটে মানরোর বিধ্বংসী সেঞ্চুরিতে দুর্দান্তভাবে সিরিজে কামব্যাক করে কিউইরা। মূলত সেই সেঞ্চুরি দিয়েই আলোচনায় এসেছেন তরুণ অলরাউন্ডার।

২০১৬ আইপিএল মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন মানরো। তবে সেবার মাল্টি মিলিয়ন ডলারের এ টুর্নামেন্টে দলের প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। সঙ্গত কারণে ২০১৭ সালে তাকে ছেড়ে দেয় কেকেআর। পরে ওই মৌসুমে অবিক্রিত থেকে যান কিউই হার্ডহিটার। এবার ধুন্ধুমার চার-ছক্কার লড়াইয়ের টুর্নামেন্টে ফের বাজিমাত করতে যাচ্ছেন তিনি।

সময়টা দারুণ কাটছে মানরোর। দলের হয়ে খেলছেন দুর্দান্ত। দাপিয়ে বেড়াচ্ছেন বিশ্বের সব ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে। সদ্যই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) কাঁপিয়ে এসেছেন তিনি।

সার্বিক বিচারে আইপিএল বিশ্লেষকরা বলছেন, দিন দিন টি-টোয়েন্টির জাত ক্রিকেটারে পরিণত হচ্ছেন মানরো। এ ধারাবাহিকতা থাকলে আসছে আইপিএলের প্লেয়ার্স ড্রাফটে বাজির ঘোড়া হবেন তিনি। তাকে পেতে দর কষাকষির যুদ্ধে অবতীর্ণ হতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। শেষ পর্যন্ত চড়া মূল্যে কিনতে হবে তাকে।

এখন পর্যন্ত নিউজিল্যান্ডের হয়ে ৩৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মানরো। ২ সেঞ্চুরি ও ৩ হাফসেঞ্চুরিসহ প্রায় ২৭ গড়ে করেছেন ৭১৭ রান। সেরা ১০৯*, স্ট্রাইক রেট প্রায় ১৫৩।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চেন্নাইকে বিধ্বস্ত করে জয়ে ফিরলো লখনৌ
টস হেরে ব্যাটিংয়ে চেন্নাই সুপার কিংস
কলকাতাকে হারাতে জার্সি বদল কোহলিদের
মোস্তাফিজের চেন্নাইয়ের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
X
Fresh