• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

তিন সপ্তাহ মাঠের বাইরে মেসি

আরটিভি অনলাইন খেলাধুলা ডেস্ক

  ২২ সেপ্টেম্বর ২০১৬, ১২:৪৮

ইনজুরিতে পড়ে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন লিওনেল মেসি। বুধবার ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে গুরুতর চোট পান তিনি।

লা লিগায় বার্সার ১-১ গোলে ড্রয়ের ম্যাচে বিপক্ষ ফুটবলার দিয়েগো গদিনের সঙ্গে সংঘর্ষে ডান পায়ে ব্যথা পান লিওনেল মেসি। ম্যাচের ৫৯ মিনিটে মাঠ থেকে বেরিয়ে যান।

পরে জানা যায়, তার চোট গুরুতর। ফলে বার্সার চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে বুরুশিয়া মনশেন গ্লাডবাখের বিপক্ষে খেলতে পারবেন না পাঁচবারের ফিফা বর্ষসেরা ফুটবলার। শুধু তাই নয়, লিগের ম্যাচে স্পোর্টিং গিজন ও সেল্টা ভিগোর বিপক্ষেও মাঠে থাকতে পারবেন না ২৯ বছর বয়সী এ তারকা।

আশা করা হচ্ছে, চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামতে পারবেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা।

বার্সা কোচ লুইস এনরিক বলেন, মেসিকে হারানো মানে ফুটবলকে হারানো। ও থাকলে আমরা বাড়তি সাহস ও শক্তি পাই। তবে আমরা এমনিতেও শক্তিশালী দল।

ডিএইচ/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh