• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ব্রাজিল-জার্মানির বিপক্ষে ইংল্যান্ড দলে নেই আলি

স্পোর্টস ডেস্ক

  ০৬ নভেম্বর ২০১৭, ২০:৪৭

ইউরোপ থেকে বেশ আগেভাগেই আসছে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে ইংল্যান্ড। এবার রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার মিশনে নামতে মুখিয়ে ইংলিশরা। এ লক্ষ্যে আগামী মাসে ব্রাজিল ও জার্মানির বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে দল ঘোষণা করছে দেশটির কোচ গ্যারেথ সাউথগেট। চোটের কারণে ২৬ সদস্যের এ দল থেকে ছিটকে পড়েছেন ফর্মের তুঙ্গে থাকা মিডফিল্ডার ডেলে আলি।

চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন টটেনহ্যাম হটসপার তারকা আলি। এ কারণে ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচেও মাঠে নামতে পারেননি তিনি।

শুরুতে এ মিডফিল্ডারের ইনজুরি তেমন গুরুতর ভাবা হচ্ছিল না। রিপোর্ট হাতে পাওয়ার পর জানা যায়, তার চোট গুরুতর। এ কারণেই প্রীতি ম্যাচে স্কোয়াডের বাইরে চলে গেছেন তিনি।

২০১৫ সালে ইংল্যান্ডের জার্সি গায়ে অভিষেক হয় আলির। এরপর ইংলিশদের হয়ে ২২ ম্যাচ খেলে করেছেন ২ গোল।

আসছে ১০ নভেম্বর ওয়েম্বলিতে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। আর ১৪ নভেম্বর একই মাঠে পাঁচবারের বিশ্ব চ্যম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে থ্রি লায়নসরা।

ইংল্যান্ড দল:

ট্যামি আব্রাহাম, রায়ান ব্রেটর‌্যান্ড, জ্যাক বাটল্যান্ড, গ্যারি চিল, ফ্যাবিয়ান ডেল্প, এরিক ডাইয়ার, জো গোমেজ, জো হার্ট, জর্ডান হেনডারসন, ফিল জোন্স, হ্যারি কেন, জেসি লিঙ্গার্ড, রুবেন লফটাস-চিক, হ্যারি ম্যাগিউইর, জর্ডান পিকফর্ড, মার্কাস রাশফোর্ড, ড্যানি রোজ, রহিম স্টারলিং, জন স্টোন, কেইরান ট্রিপিয়ের, জেমি ভার্ডি, ডেলে আলি, কাইল ওয়াকার, হ্যারি উইংস ও অ্যাশলে ইয়ং।

ওয়াই/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আলিম পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
বিবাহবার্ষিকীতে বরকে শুভেচ্ছা জানিয়ে যা লিখলেন আলিয়া
প্রথমবারের মতো সালমানের বাড়িতে রণবীর-আলিয়া
কঙ্গনা-আলিয়া বিতর্কে বিস্ফোরক মন্তব্য রণদীপের
X
Fresh