• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

তিন পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে ঢাকা ডায়নামাইটস

স্পোর্টস ডেস্ক

  ০৫ নভেম্বর ২০১৭, ১৯:৪৫

বিপিএলে দ্বিতীয় দিনের শেষ ম্যাচে খুলনা টাইটানসের বিপক্ষে আগের একাদশে তিন পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে নেমেছে ঢাকা ডায়নামাইটস।

রোববার সন্ধ্যায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইটানস অধিনায়ক মাহমুদুল্লাহ।

উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে হারা ঢাকা ডায়নামাইটস এদিন দলে তিনটি পরিবর্তন এনেছে। মেহেদী মারুফ, আদিল রশিদ, সাকলাইন সজীবের পরিবর্তে দলে ঢুকেছেন জহুরুল ইসলাম, খালিদ আহমেদ ও সুনিল নারিন।

এদিকে গতবারের তুলনায় এবার বেশি শক্তিশালী দল গড়েছে খুলনা। রাইলি রোসো ও কার্লোস ব্র্যাথওয়েটের মতো টি-টোয়েন্টি স্পেশালিস্টকে দলে ভিড়িয়েছে তারা। পেসার আবু জায়েদ রাহি ও শফিউল ইসলাম এবং বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন রুবেল আছেন।

ব্যাটে বলে লড়াই শুরু করার আগে মাহমুদুল্লাহ বলেন, টুর্নামেন্টের শুরুটা খুব গুরুত্বপূর্ণ। আশা করি, ঢাকার বিপক্ষে শুরুটা ভালোভাবেই করতে পারবো।

ঢাকা ডায়নামাইটস

জহুরুল ইসলাম, এভিন লুইস, কুমার সাঙ্গাকারা, সাকিব আল হাসান(অধিনায়ক), ক্যামেরন ডেলপোর্ট, কাইরন পোলার্ড, মোসাদ্দেক হোসেন, খালিদ আহমেদ, মোহাম্মদ শহীদ, সুনিল নারিন ও আবু হায়দার রনি।

খুলনা টাইটানস

চ্যাডউইক ওয়ালটন, রাইলি রোসো, নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল্লাহ(অধিনায়ক), কার্লোস ব্র্যাথওয়েট, জোফরা আর্চার, আরিফুল হক, আকিলা ধনঞ্জয়া, মোশাররফ হোসেন, আবু জায়েদ ও শফিউল ইসলাম।

এএ/কে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাকিবের মাঠে ফেরা নিয়ে যা জানালেন কোচ সোহেল 
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব
ঈদের নামাজ শেষে সাকিবকে দেখে ভুয়া ভুয়া স্লোগান
ঈদের শুভেচ্ছা জানালেন তামিম-সাকিব-জ্যোতিরা
X
Fresh