• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ : রাতে মাঠে নামবেন মেসি-নেইমার

অনলাইন ডেস্ক
  ৩১ অক্টোবর ২০১৭, ১৪:৪০

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ (মঙ্গলবার দিবাগত রাতে) আলাদা আলাদা ম্যাচে মাঠে নামবে মেসির বার্সেলোনা, নেইমারের পিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস, রোমা ও চেলসি।

বার্সেলোনার প্রতিপক্ষ অলিম্পিয়াকোস। ম্যাচটি শুরু বাংলাদেশ সময় রাত পৌনে দুটায়। একই সময়ে পিএসজি মাঠে লড়বে অ্যান্ডারলেক্টে সঙ্গে। এই সময়ই আরেক ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড লড়বে বেনফিকার বিপক্ষে। এ খেলাটিও শুরু হবে রাত পৌনে দুটায়। অন্য ম্যাচে স্পোটিং লিসবন খেলবে জুভেন্টাসের বিপক্ষে। অপর ম্যাচে খেলবে রোমা ও চেলসি।

রোমা-চেলসির খেলাটি সনি সিক্স, অলিম্পিয়াকস-বার্সেলোনার খেলাটি সনি টেন-১, ম্যানচেস্টার ইউনাইটেড-বেনফিকা খেলাটি সনি-২, পিএসজি-অ্যান্ডারলেক্ট খেলাটি সনি-৩, অ্যাটলেটিকো-ক্যারাবাগ খেলাটি সনি লাইভ ও স্পোর্টিং-জুভেন্টাসের খেলাটি দেখাবে সনি ইএসপিএন।

টানা তিন ম্যাচ জিতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে চলার পথ আগেই মসৃণ রেখেছিল বার্সেলোনা। ডি গ্রুপে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনা আজ জিতলেই নকআউট পর্ব নিশ্চিত করবে। অবশ্য জুভেন্টাস-স্পোর্টিং ম্যাচ ড্র অথবা জুভেন্টাস জিতলে কেবল কাতালানরা নকআউট পর্বে খেলতে পারবে। না হলে আরো একটা ম্যাচের অপেক্ষায় থাকতে হবে মেসিদের।

বি গ্রুপে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। আজ নকআউট পর্ব নিশ্চিত করতে পারে নেইমারের দলটিও।

৭ পয়েন্ট নিয়ে সি গ্রুপে শীর্ষে থাকা চেলসি মুখোমুখি হচ্ছে ইতালিয়ান ক্লাব রোমার।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আইএসের হুমকি, পিএসজি-বার্সেলোনা ম্যাচের নিরাপত্তা জোরদার
X
Fresh