• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

সবার উপরে কোহলি

স্পোর্টস ডেস্ক

  ৩০ অক্টোবর ২০১৭, ২০:৫৭

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের(আইসিসি) ওয়ানডে ব্যাটিং র‌্যাংকিংয়ে শীর্ষস্থান হারানোর দশ দিন না যেতেই আবার ফিরে পেয়েছেন বিরাট কোহলি।

শুধু ফিরে পাওয়া নয়, ভারতের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি রেটিং পয়েন্ট নিয়ে তিনি এখন সবার উপরে রয়েছেন। তার রেটিং পয়েন্ট ৮৮৯।

এর আগে ভারতের হয়ে সবচেয়ে বেশি রেটিং পয়েন্টের রেকর্ড যৌথভাবে ছিল শচিন টেন্ডুলকার ও কোহলির। ১৯৯৮ সালে শচিনের রেটিং পয়েন্ট ছিল ৮৮৭।

ব্যাটিং র‌্যাংকিংয়ে এবি ডি ভিলিয়ার্স দুই, ডেভিড ওয়ার্নার তিন, বাবর আজম চার ও কুইন্টন ডি কক পাঁচে রয়েছেন। এতে বাংলাদেশের তামিম ইকবাল রয়েছেন আগের ১৬তম অবস্থানেই। মুশফিকুর রহিম এক ধাপ পিছিয়ে রয়েছেন ১৯তম অবস্থানে।

ওয়ানডে বোলিং র‌্যাংকিংয়ে আগের মতোই শীর্ষে রয়েছেন পাকিস্তানের পেস সেনসেশন হাসান আলি। এতে ইমরান তাহির দুই, জসপ্রিত বুমরাহ তিন, জশ হেজলউড চার ও কাগিসো রাবাদা পাঁচে রয়েছেন। অবনমন হয়েছে সাকিব আল হাসানের। তিনি এখন ২০তম অবস্থানে।

এছাড়া ওয়ানডে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন মোহাম্মদ হাফিজ। সাকিব আল হাসান দুই, মোহাম্মদ নবি তিন, বেন স্টোকস চার ও অ্যাঞ্জেলো ম্যাথিউস পাঁচে রয়েছেন।

কে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিজের পায়ে কি নিজেই কুড়াল মারলেন তামিম ইকবাল?
তামিমদের বিধ্বস্ত করে সুপার লিগে উড়ন্ত শুরু আবাহনীর
কলকাতাকে হারাতে জার্সি বদল কোহলিদের
বিশ্বকাপে ওপেনিংয়ে রোহিতের সঙ্গী কোহলি!
X
Fresh