• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

এবারের বিপিএলেও অনিশ্চিত মুস্তাফিজ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ অক্টোবর ২০১৭, ২১:০৩

কাঁধের অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়ায় থাকায় গেল বিপিএল আসরে খেলতে পারেননি মুস্তাফিজুর রহমান। ঘরোয়া জমজমাট টি-টোয়েন্টির এবারের আসরেও তার খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে পায়ের ইনজুরিতে পড়েন মুস্তাফিজ। সেই ইনজুরি না সারায় ওয়ানডে সিরিজে খেলতে পারেননি তিনি। অবশেষে দেশে ফিরে এসেছেন কাটার মাস্টার। সবশেষ জানা গেল, তার সেরে উঠতে বেশ খানিকটা সময় লেগে যেতে পারে। যদি এমনটি হয়, তাহলে এবারের বিপিএলেও ফিজের খেলা অনিশ্চিত।

বোলিং বিস্ময়ের ইনজুরি নিয়ে বৃহস্পতিবার বিসিবি প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, তার (মুস্তাফিজ) ইনজুরি গ্রেড ২-এর। সঙ্গত কারণে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। ফিজিওথেরাপি চলবে। পুরোপুরি ইনজুরিমুক্ত না হয়ে খেললে ফের সে একই ইনজুরিতে পড়তে পারে। তাই আমার পরামর্শ থাকবে বিপিএল না খেলার।

তিনি বলেন, মুস্তাফিজের সেরে উঠতে কমপক্ষে তিন সপ্তাহ লাগবে। এসময়ের মধ্যে সেরে উঠলে বিপিএলের একেবারে শেষদিকে খেললেতও খেলতে পারবে সে। তবে ঝুঁকি না নেওয়ায় ভালো হবে।